JanaSoftR

Wednesday, 1 February 2017

৮৬০০০ কোটি বরাদ্দ বাড়ল প্রতিরক্ষায়


নয়াদিল্লি: মোদী সরকার ক্ষমতায় আসার পর থেকেই প্রতিরক্ষা খাতে বিশেষ নজর দেওয়া হয়েছে। এবারের বাজেটেও তার ব্যতিক্রম দেখা গেল না। প্রতিরক্ষা খাতে বাজেট বাড়ল ৯.৩ শতাংশ।  আরও আধুনিকীকরণ এবং উন্নতমানের যন্ত্রপাতি আনতেই এই খাতে বরাদ্দ অর্থের পরিমাণ বাড়ানো হচ্ছে।
২০১৭-১৮ বাজেটে প্রতিরক্ষা খাতে বরাদ্দ করা হয়েছে ২ লক্ষ ৭৪ হাজার ১১৪ কোটি টাকা। এর ফলে বরাদ্দ বেড়েছে প্রায় ৮৬০০০ কোটি টাকা। এই পুরো বরাদ্দটাই পেনশনের টাকা বাদ দিয়ে। এছাড়া সেনা জওয়ানেরা যাতে অনলাইনে বাড়ি ফেরার টিকিট বুক করতে পারেন তার জন্য বিশেষ ব্যবস্থা করা হয়ে বলে জানানো হয়েছে। অন্যদিকে, সেনাদের অনলাইন পেনশনের ব্যবস্থাও করা হচ্ছে।
বিভিন্ন কারণের জন্য সামরিক খাতের মূলধন নিয়ে সমস্যা তৈরি হয়েছে। ‘মেক ইন ইন্ডিয়া’ ক্যাম্পেনে এই মন্ত্রককে উন্নততর করতে সরকার পদক্ষেপ নিয়েছে। আগামী অর্থবর্ষে আরও উন্নয়ন হবে বলেই মনে করা হচ্ছে। প্রতিরক্ষা বাজেট সংক্রান্ত একটি রিপোর্ট অনুযায়ী, মনে করা হচ্ছে যে সামরিক ক্ষেত্রে সরাবরাহের বাজারে ভারত আগামী তিন বছর যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বর্তমানে প্রতিরক্ষা খাতে ৭৮,৫৮৬ কোটি টাকা বরাদ্দ আছে। এবারের বাজেটে এই পরিমাণ অর্থের ১০ শতাংশ বেড়ে যাবে বলে আশা করা হচ্ছে। পূর্ববর্তী বাজেট গুলির বিশ্লেষণ করে স্থায়ী কমিটির মতে সরকারের খরচ করার ক্ষমতার উপ অনেক চাপ সৃষ্টি হয়েছে। প্রতিরক্ষামন্ত্রী গত চার বছরে প্রায় ৩৫ কোটি টাকা সমর্পণ করেছে।

উল্লেখ্য, সারা বিশ্বের প্রতিরক্ষা খতে যে ১০ টি দেশ সবথেকে বেশি খরচ করে তার মধ্যে ভারত চতুর্থ স্থানে।
JanaSoftR
Share This:   Facebook   Twitter   Google+   Stumble   Digg    Whatsapp




0 comments:

Post a Comment