JanaSoftR

Thursday, 9 February 2017

শারীরিক সম্পর্কে গররাজি, নববিবাহিতা বধূকে নিমাঙ্গে গুলি ৭৬ বছরের বৃদ্ধের


ফ্লোরিডা:  ৭৬ বছরের এক বৃদ্ধ, মাত্র ছমাস আগে বিয়ে করেছিলেন। স্ত্রী শারীরিক সম্পর্কে রাজি হননি, সেই রাগে তাঁর নিমাঙ্গে গুলি চালিয়ে দিলেন স্বামী। এই ঘটনাটি ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায়। অভিযুক্ত ব্যক্তির নাম ডোনাল্ড রয়েস। তিনি পুলিশের কাছে জানিয়েছেন, তাঁর স্ত্রী এই সম্পর্ক মেনে নিতে রাজি ছিলেন না।

তদন্তকারীরা জানিয়েছেন, শুতে যাওয়ার আগে স্ত্রীর সঙ্গে মারাত্মক অশান্তি হয় ডোনাল্ডের। তারপরই রাগের মাথায় গুলি চালিয়ে দেন ডোনাল্ড, জানিয়েছেন ওই অ্যাপার্টমেন্টের অন্য প্রান্তে থাকা আর এক মহিলা। ওই মহিলা তাঁর বয়ানে পুলিশকে জানিয়েছেন, তিনি প্রতিবাদ করতে গেলে, তাঁর দিকেও বন্দুক তাক করেন অভিযুক্ত ব্যক্তি। আপাতত আহত মহিলাকে সেখানকার লি মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনার কড়া ভাষায় নিন্দা করে এলাকারই অপর এক বাসিন্দা বলেছেন, একজন মহিলা বিবাহিত হোক বা অবিবাহিত, তাঁর শরীরের ওপর তাঁর সম্পূর্ণ অধিকার রয়েছে। তিনি কারও সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হবেন কিনা, সেই সিদ্ধান্ত একান্তভাবেই সেই মহিলার।
JanaSoftR
Share This:   Facebook   Twitter   Google+   Stumble   Digg    Whatsapp




0 comments:

Post a Comment