JanaSoftR

Wednesday, 15 February 2017

সল্টলেকের ফ্ল্যাটে উদ্ধার মায়ের ঝুলন্ত দেহ, কোমরে বাঁধা ৯ মাসের শিশুর দেহ



কলকাতা: সল্টলেকে মা-সন্তানের রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য সল্টলেকের ই-ই ব্লকে। মায়ের ঝুলন্ত দেহে ওড়নায় বাঁধা ৯মাসের শিশু। আটক স্বামী।

ঘরে ঢুকেই চমকে গিয়েছিল পুলিশ! সিলিং ফ্যানের সঙ্গে ঝুলছে এক মহিলার দেহ। কোমরে বাধা তাঁরই ন’মাসের নিথর শিশু। কী হয়েছিল, জানতে ৯ বছরের ছেলের সঙ্গে কথা পুলিশের।
মৃত মহিলার নাম পৌলমী রাউত। পুলিশ সূত্রে খবর, ন’মাসের শিশুপুত্রকে নিয়ে নিজের ঘরে ছিলেন পৌলমী। পরিবারের দাবি, দীর্ঘক্ষণ ঘর থেকে না বেরনোয় ডাকাডাকি শুরু করেন শ্বশুর-শাশুড়ি। মা’কে অনেক্ষণ দেখতে না পেয়ে ডাকাডাকি শুরু করে ন’ বছরের ছেলেও। সাড়া না পেয়ে দরজা ভাঙতেই উদ্ধার হয় দেহ।

খবর পেয়ে দেহ উদ্ধার করে বিধাননগর পূর্ব থানার পুলিশ। পুলিশের দাবি, কোনও সুইসাইড নোট মেলেনি। পুলিশ জানতে পেরেছে, পৌলমীর দেহ প্রথম দেখতে পায় তার ছেলে। ঠিক কী ঘটেছিল, তা জানতে তার সঙ্গে কথা বলছে পুলিশ।

মৃতার বাবা-মায়ের অভিযোগ, পৌলমীর ওপর মানসিক অত্যচার চালানো হত। যদিও প্রতিবেশীদের দাবি, পরিবারে অশান্তি ছিল না।

প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, শিশুকে শ্বাসরোধ করে খুন করেন পৌলমী রাউত। তারপর আত্মঘাতী হন।

কিন্তু কেন এই ঘটনা? উত্তর খুঁজতে শুরু হয়েছে তদন্ত।

পৌলমীর স্বামী, তথ্যপ্রযুক্তকর্মী অনুপ রাউতকে আটক কর হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেওয়া হয় পৌলমীর শ্বশুর ও শাশুড়িকে।
JanaSoftR
Share This:   Facebook   Twitter   Google+   Stumble   Digg    Whatsapp




0 comments:

Post a Comment