ওয়াশিংটন: জঙ্গি সংগঠনগুলিকে ভারতের বিরুদ্ধে ক্রমাগত লেলিয়ে দিচ্ছে পাকিস্তান। এবার এমনই এক বিস্ফোরক তথ্য উঠে এল মার্কিন বিশেষজ্ঞ দলের প্রতিনিধিদের তরফ থেকে।
ভারতে হামলার পিছনে একাধিক জঙ্গি সংগঠনের মাথা রয়েছে। আর সেই জঙ্গি সংগঠনগুলিকে পাক সেনা সব রকমের সাহায্য করছে। ভারতে হামলা চালিয়ে, কাশ্মীর ইস্যুকে সবার সামনে তুলে আনাই পাকিস্তানের অন্যতম লক্ষ্য। আর সেই লক্ষ্য পূরণ করতেই ভারতে অশান্তি সৃষ্টির চেষ্টা ক্রমাগত চালিয়ে যাচ্ছে পাকিস্তান। মার্কিন বিশেষজ্ঞ দলের গলায় এমন সুর শোনার পর থেকেই ফের জল্পনা শুরু হয়েছে।
ইসলামাবাদের সঙ্গে ওয়াশিংটনের সম্পর্ক এমন হওয়া উচিত কিনা এই বিষয়ে শীঘ্রই একটি রিপোর্ট পেশ হতে চলেছে। পাকিস্তান যাতে সন্ত্রাসকে আর বিদেশ নীতির অঙ্গ তৈরি করতে না পারে, সেদিকেই ট্রাম্প প্রশাসনের এবার নজর দেওয়া উচিত বলেই মনে করছে সে দেশের বিভিন্ন মহল। শুধু তাই নয়, ভারতকে অস্থির করে তোলার যে প্রয়োগ পাকিস্তান সব সময় করছে, তার বিরুদ্ধেও এবার ট্রাম্প সরকারের হুঁশিয়ারি দেওয়া প্রয়োজন বলেও মনে করছে মার্কিন প্রশাসন।
পাকিস্তানের মাটিকে ব্যবহার করে একাধিক জঙ্গি সংগঠন ভারতের মাটিতে অস্থিরতা তৈরির চেষ্টা করছে। শুধু তাই নয়, পাকিস্তানের বেশ কিছু নেতা ওই জঙ্গি সংগঠনগুলিকে মদত দিয়ে কাশ্মীরকেও অশান্ত করে তোলার চেষ্টা করছে বলেও অভিযোগ করা হয়েছে। ভারতের ভয়েই তাই পাকিস্তান তাদের সামরিক অস্ত্র ভাণ্ডার ক্রমাগত বাড়িয়ে চলেছে। মার্কিন প্রশাসন যাতে চাপ সৃষ্টি করে ভারতের বিরুদ্ধে পাকিস্তানের ‘অতি সক্রিয়তা’ রুখে দেয়, এমন মত প্রকাশ করেছে মার্কিন পর্যবেক্ষকরা।
0 comments:
Post a Comment