JanaSoftR

Tuesday, 21 February 2017

বিশাল ধামাকা, ২০১৮ পর্যন্ত ‘ফ্রি’ জিও! ঘোষণা খোদ মুকেশ অম্বানির



শর্ত সাপেক্ষে ফের ফ্রি-অফার বাজারে নিয়ে এল রিলায়েন্স জিও। মাসে ৩০৩ টাকায় মিলবে জিও-র এই পরিষেবা। জিও যে ধামাকা দিল তাতে ত্রাহি ত্রাহি রব পড়ে যাওয়ার আশঙ্কা ভারতীয় টেলিকম ইন্ডাস্ট্রিতে। এমনিতেই বলা হচ্ছে জিও-র জন্য এখন বিশাল ক্ষতির সামনে ভারতীয় টেলিকম ক্ষেত্র।


আপনি কি জিও গ্রাহক? বা এরমধ্যে কি জিও সিম নিতে চাইছেন? তাহলে জলদি করুন। নাহলে আপনার হাত থেকে ছুটে যেতে পারে এক বিশাল সুযোগ। যাতে নাম লেখাতে পারলে আপনি ২০১৮ পর্যন্ত নাম মাত্র অর্থে পেয়ে যেতে পারেন জিও-র ফ্রি-অফার।

১০ কোটি গ্রাহকের মাত্রায় পৌঁছে গিয়েছে জিও। মাত্র ১৭০ দিনে এই লক্ষ্যে জিও পৌঁছে গিয়েছে বলে দাবি করছেন রিলায়েন্স ইন্ডাস্ট্রির কর্ণধার মুকেশ অম্বানি। মঙ্গলবার জিও-র ১০ কোটি গ্রাহকে মাত্রা ছোঁয়া নিয়ে একটি সাংবাদিক সম্মেলন করেন মুকেশ অম্বানি। আর সেখানেই তাঁর ঘোষণা ৩১ মার্চ, ২০১৮ পর্যন্ত পাওয়া যাবে জিও-র ফ্রি-অফার

এই ফ্রি-অফার অবশ্য শুধুমাত্র সেই সব জিও গ্রাহকদের জন্য যাঁরা ইতিমধ্যে এই মোবাইল পরিষেবা সংস্থার গ্রাহক হিসাবে নাম লিখিয়েছেন অথবা চলতি বছরের ৩১ মার্চের মধ্যে নাম লেখাবেন।
‘জিও-প্রাইম’ নামে এই ফ্রি-অফার চলতি বছরের পয়লা এপ্রিল থেকে শুরু হবে বলে জানিয়েছেন মুকেশ অম্বানি। ১লা মার্চ থেকে ৩১ মার্চের মধ্যে জিও-প্রাইম-এর সদস্যপদ নিতে হবে গ্রাহকদের। এর জন্য ৯৯ টাকা দিতে হবে।

‘জিও-প্রাইম’-এর সদস্যপদ একবার পাওয়া হয়ে গেলে মাসে মাসে ৩০৩ টাকা জমা করতে হবে। দিন প্রতি ১০ টাকা। এর ফলে ৩১ মার্চ, ২০১৮ পর্যন্ত জিও-র ভয়েস কল থেকে শুরু করে ইন্টারনেট, মিডিয়া সার্ভিস সব আনলিমিটেডভাবে ব্যবহার করা যাবে।
JanaSoftR
Share This:   Facebook   Twitter   Google+   Stumble   Digg    Whatsapp




0 comments:

Post a Comment