পাকিস্তান এবং চিনের সমস্ত সামরিক কার্যকলাপের উপর কড়া নজরদারি চাইছে ভারত। এভারেস্ট যতটা উঁচু, প্রায় তার দ্বিগুণ উচ্চতায় ড্রোন উড়িয়ে সেই নজরদারির কথা ভাবা হচ্ছে বলে প্রতিরক্ষা মন্ত্রক সূত্রের খবর। তার জন্য ইজরায়েল থেকে একটি বিশেষ ধরনের ড্রোন কেনার পরিকল্পনা শুরু হয়েছে। ইজরায়েলের তৈরি এই নতুন ড্রোন ‘হেরন টিপি এক্সপি’ এখনও আন্তর্জাতিক মঞ্চে নিজের আত্মপ্রকাশ ঘটায়নি। ভারতের ইয়েলাহাঙ্কা বিমানঘাঁটি থেকে ইজরায়েলের এই ড্রোনটি বিশ্ব মঞ্চে আত্মপ্রকাশ করবে।
ইজরায়েলের তৈরি হেরন ড্রোন নতুন নয়। হেরন-১ গোত্রের ড্রোন ভারতীয় বায়ুসেনার হাতে অনেক দিন ধরেই রয়েছে। কিন্তু এই ড্রোনের আরও আধুনিক এবং উন্নত সংস্করণ তৈরি করেছে ইজরায়েল। এই নতুন সংস্করণটির নাম হেরন টিপি এক্সপি। ভারত এই ড্রোনই কিনতে চাইছে।
বিশ্ব মঞ্চে আত্মপ্রকাশ করবে ভারতীয় বিমানঘাঁটি থেকে। (প্রতীকী ছবি / সংগৃহীত)
কী সক্ষমতা এই ড্রোনের? প্রতিরক্ষা বিশেষজ্ঞরা জানাচ্ছেন, চালকবিহীন এই বিমান ৪৫ হাজার ফুট উঁচুতে উঠে ভূপৃষ্ঠে দৃশ্যমান বিস্তীর্ণ এলাকার ছবি স্পষ্ট করে তুলে ধরতে পারে। টানা ৩০ ঘণ্টা উড়তে পারে এই ড্রোন। ঘাঁটি থেকে বহু দূরে গিয়েও এই ড্রোন নজরদারি চালাতে সক্ষম। কারণ কয়েক হাজার কিলোমিটার দূরবর্তী এলাকার আকাশে ভাসতে ভাসতেও এই ড্রোন নিজের সদর দফতরে তথ্য ও ছবি পাঠাতে সক্ষম। চিন ও পাকিস্তানের ভিতরে বহু দূর পর্যন্ত খুব সহজে নজর রাখতে এই ড্রোন অত্যন্ত কার্যকরী হবে বলে প্রতিরক্ষা মন্ত্রক মনে করছে।
কর্নাটকের ইয়েলাহাঙ্কা বিমানঘাঁটিতে দু’বছর অন্তর ‘অ্যারো ইন্ডিয়া’ নামে যে আন্তর্জাতিক এয়ার শো আয়োজিত হয়, সেখানে ইজরায়েলও অংশ নেয়। সেই এয়ার শো-তেই হেরনের নতুন সংস্করণটিকে গোটা বিশ্বের সামনে তুলে ধরবে ইজরায়েল।
0 comments:
Post a Comment