JanaSoftR

Tuesday, 28 November 2017

এস দুর্গার ছবি দেখানো নিয়ে ধোঁয়াশা, আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ছবিটির ভবিষ্যৎ নিয়ে সংশয়ে ভুগছেন পরিচালক



ভারতীয় প্যানোরামার সিংহভাগ সদস্য তাঁর ছবি এস দুর্গা দেখানোর পক্ষে। তবুও গোয়ার পানাজিতে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ছবিটির ভবিষ্যৎ নিয়ে সংশয়ে ভুগছেন পরিচালক সানাল কুমার শশীধরণ। আজ উৎসবের শেষ দিনেও এস দুর্গা দেখানো না হলে তিনি আদালতে যেতে পারেন।

তথ্য ও সম্প্রচার মন্ত্রক আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হতে চলা ছবির চূড়ান্ত তালিকা থেকে বিতর্কিত ছবি এস দুর্গা বাদ দেয়। কিন্তু উৎসব শুরুর একদিন পর, ২১ তারিখ কেরল হাইকোর্ট নির্দেশ দেয়, ছবিটি ওখানে দেখাতে হবে। নির্দেশের ওপর স্থগিতাদেশ চেয়েছিল মন্ত্রক, সেই দাবি আদালতে খারিজ হয়ে যায়।

এরপর জুরি সদস্যরা গতকাল রাতে এস দুর্গার কাটছাঁট হওয়ার পরের ভার্সন দেখেন। শশীধরণের দাবি, ১১ জনের মধ্যে ৭ জনই তাঁর ছবি দেখানোর পক্ষে কিন্তু বেঁকে বসেছেন বাকি ৪ জন।

এই ৪ জুরি সদস্যের মধ্যে ৩ জন নতুন। এস দুর্গা ও ন্যুড চলচ্চিত্র উৎসব থেকে বাদ পড়ায় প্রতিবাদে পদত্যাগ করেন জুরি চেয়ারম্যান সুজয় ঘোষ ও ২ সদস্য অপূর্ব আসরানি আর জ্ঞান কোরিয়া। তাঁদের জায়গায় আসা ৩ সদস্য সুধীর চৌধুরী, সতীশ কৌশিক ও বিবেক অগ্নিহোত্রী বলেন, এস দুর্গা প্রদর্শিত হোক, তা তাঁরা চান না। এই ৩ জনের সঙ্গে যোগ দেন পুরনো এক সদস্য। ফলে ছবিটি আজ উৎসবের শেষ দিনেও দেখানো হবে কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে।

শশীধরণ জানিয়েছেন, তাঁর ছবি দেখানো না হলে আজ বিকেলে উৎসব চত্বরে বিক্ষোভ দেখাবেন তিনি।

এছাড়া এর অগে ছবির নামের সামনে থেকে উড়িয়ে দিতে হয়েছিল​ ‘সেক্সি’ শব্দটি। এছাড়া এর ভেতর ২১টি স্থানে অপ্রকাশযোগ্য শব্দ ছিল। সেখানে ‌’বিপ’ দিতে হয়েছে।



সেক্সি দুর্গা (Sexy Durga) নাম পাল্টে ওই মালয়ালম ছবির নামকরণ করা হয়েছিল এস দুর্গা (S Durga). 
JanaSoftR
Share This:   Facebook   Twitter   Google+   Stumble   Digg    Whatsapp




0 comments:

Post a Comment