JanaSoftR

Wednesday, 8 November 2017

রাজ্যজুড়ে BJP ভালো ফল করবে, জেলায় তৃণমূল হারবে বেশিরভাগ আসনে, মুকুল রায়



সামনেই উপনির্বাচন। তারপর রাজ্যে পঞ্চায়েত নির্বাচন। লোকসভা নির্বাচন আছে। আর ২০২১-এ বিধানসভা নির্বাচন। মুকুল রায় আশাবাদী লোকসভা নির্বাচনে বেশ ভালোই ঘর গুছিয়ে নেবে BJP। তিনি বলেন, “রাজ্যজুড়ে BJP ভালো ফল করবে। তৃণমূল কংগ্রেস সিঙ্গেল লার্জেস্ট পার্টি হবে না।” আজ BJP রাজ্য দপ্তরে এসেছিলেন মুকুল রায়। সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা বলেন। আর নিজের জেলায় কেমন ফল করবে BJP ? প্রশ্নের উত্তরে মুকুল বলেন, “৫টি আসন আছে। ৩টি আসনে হারবে তৃণমূল। ব্যারাকপুরেও তৃণমূল জিতবে না।”

আগামীকাল নোটবাতিলের বর্ষপূর্তি। এ প্রসঙ্গে বিরোধীদের আক্রমণ অব্যাহত। মুকুল রায় বলেন, “নোটবাতিলের পর দুটি ভোট হয়েছে। ভারতবর্ষের মানুষ BJP-র পক্ষে রায় দিয়েছে। সামনে হিমাচল ও গুজরাতে বিধানসভা নির্বাচন আছে। হিমাচল প্রদেশে তো আমাদের জয়জয়কার হবে। গুজরাতে তো ভারী বহুমতে জিতব। সুতরাং, বিরোধীরা কী বলব তাতে কিছু এসে যায় না। মানুষের রায়ই আসল।”

আজ লখনউয়ে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে বৈঠক করেন অধীর চৌধুরি। এ বিষয়ে মুকুল বলেন, “অধীরবাবু দীর্ঘদিনের সাংসদ সদস্য। যোগীজিও সাংসদ সদস্য ছিলেন বহুদিন। ব্যক্তিগত সম্পর্কের জন্য তাঁরা বৈঠক করেছেন।” তবে, অধীর চৌধুরি BJP-তে যোগ দিচ্ছেন কি না এ বিষয়ে প্রশ্ন করা হলে তা এড়িয়ে যান মুকুল রায়।

JanaSoftR
Share This:   Facebook   Twitter   Google+   Stumble   Digg    Whatsapp




0 comments:

Post a Comment