JanaSoftR

Monday, 27 November 2017

আট বছর বয়স থেকে ক্রমশ বেড়ে যাচ্ছে স্তন, ভয়ঙ্কর অবস্থার মুখোমুখি হতে হচ্ছে এই মহিলাকে



ক্রমশ বেড়ে যাচ্ছে স্তন। গত আট বছর বয়স থেকে বাড়তে চলেছে স্তন। আজ দুই সন্তানের মা হওয়ার পর ভয়ঙ্কর অবস্থার মুখোমুখি হতে হচ্ছে অস্ট্রেলিয়ার এক মহিলাকে। সাইজ হয়ে দাঁড়িয়েছে কে-কাপ। অবস্থা থেকে মুক্তি পেতে প্রয়োজন অস্ত্রোপচারের। কিন্তু তাঁর নিজের দেশে এই অস্ত্রোপচারের ব্যবস্থা নেই। যেতে হবে বিদেশে। প্রচুর অর্থের প্রয়োজন। কিন্তু জমানো বলতে কিছুই নেই। অবস্থা এমন জায়গায় পৌঁছে গিয়েছে যে বড় মাপের অন্তর্বাস প্রয়োজন তাঁর এখন। সেটাও কিনতে পাচ্ছেন না শেরিডান লার্কম্যান। তবে সমস্যা থেকে মুক্তি পাওয়াটাও প্রয়োজন। আর সেজন্যে টাকা রোজগারের সন্ধানে মহিলা। আর এই জন্যে একটি ক্যাম্পেনও শুরু করেছেন তিনি।



আক্রান্ত মহিলা শেরিডান জানিয়েছেন, ১৬ বছর বয়সে এই সমস্যা নিয়ে তিনি চিকিত্সকের কাছে গিয়েছিলেন। কিন্তু সমস্যা থেকে খুব শীঘ্রই মুক্তি পাওয়া যাবে বলে আশ্বাস দেন ডাক্তাররা। কিন্তু সেই সমস্যা থেকে মুক্তি মেলে নি। কিন্তু সমস্যা অন্য জায়গায়। বাড়ির বাইরে পুরুষদের অভব্য মন্তব্যের শিকারও হতে হয়েছে তাঁকে। এমনকি বিভিন্ন ধরনের অশ্লীল বার্তাও পান তিনি। এই স্তনের সমস্যার জন্য দৈনন্দিন কাজকর্ম করতে অসুবিধা হয় ২৩ বছরের শেরিডানের। সহজেই বাড়ির বাইরে বেরোনোর উপায়ও নেই তাঁর। সেই সঙ্গে শরীরে অসহ্য যন্ত্রনা হয় তাঁর। পিঠ, ঘাড়ের প্রচণ্ড ব্যথা অনুভব করেন তিনি। মেরুদণ্ডের সমস্যাও ভোগাচ্ছে তাঁকে। আর তাই লোকের কাছে অর্থের জন্যে হাপিত্তের করছে শেরিডান।




JanaSoftR
Share This:   Facebook   Twitter   Google+   Stumble   Digg    Whatsapp




0 comments:

Post a Comment