JanaSoftR

Sunday, 19 November 2017

অর্থনীতিতে জাপানকে টপকে যাওয়ার সম্ভাবনা রয়েছে ভারতের



পরের দশকের মধ্যে অর্থনীতিতে জাপানকে টপকে যাওয়ার সম্ভাবনা রয়েছে ভারতের৷ ২০২৮ সালের মধ্যে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনৈতিক দেশ হতে পারে ভারত৷ একটি রিপোর্টে এই খবর প্রকাশ পেয়েছে৷

ইতিমধ্যেই ব্রিকস ইকোনমিতে ব্রাজিল ও রাশিয়াকে টপকে দ্বিতীয় স্থানে পৌঁছে গিয়েছে ভারত৷ এদেশের স্থান রয়েছে চিনের পরেই৷ বিশ্ব অর্থনীতিতে ফ্রান্স ও ব্রিটেনকে টপকে গিয়েছে ভারত৷ ২০১৯ সালের মধ্যে পঞ্চম বৃহত্তম অর্থনৈতিক দেশ হয়ে উঠতে পারে৷ জার্মানির পরেই থাকতে পারে ভারতের নাম৷ ব্যাঙ্ক অফ আমেরিকার মেরিল লিঞ্চ রিপোর্টে জানিয়েছেন, “আমরা দেখেছি ডলারের হিসেবে GDP-র দিক থেকে ২০২৮ সালের মধ্যে জার্মানি ও জাপানকে টপকে যাবে ভারত৷ পরের দশকে ভারতের অর্থনীতি ১০ শতাংশ বেড়ে যাবে৷ জাপানের বৃদ্ধির থেকে এই বৃদ্ধি ১.৬ শতাংশ বেশি৷”

গত বছর অর্থনীতি বন্ধ হয়েছিল ২.২৬ ট্রিলিয়ন ডলারে৷ কিন্তু ২০২৮ সালের মধ্যে ভারত কীভাবে চিন ও আমেরিকার পর তৃতীয় বৃহত্তম অর্থনৈতিক দেশ হিসেবে জায়গা করে নেবে, তা এখনও স্পষ্ট নয়৷ তবে ইন্ডিয়া ২০২৮: দা লাস্ট ব্রিকস ইন দা ওয়াল বইতে লেখা আছে, হিংসা, ফিনানশিয়াল ম্যাচিওরিটি ও আয় বাড়ার ফলে দেশের মূল চালিকা শক্তি বাড়বে৷ অর্থনীতির উন্নতি হবে সেখান থেকেই৷

প্রথমত, ডিপেন্ডেন্সি রেশিও বিনিয়োগ ও সঞ্চয়ের হার বৃদ্ধি করতে সাহায্য করবে৷ দ্বিতীয়ত, ফিনানশিয়াল ম্যাচিওরিটির ফলেও পরিকাঠামোগত উন্নয়ন হবে৷ চূড়ান্ত পর্বে আয়ের বৃদ্ধির ফলে অর্থনীতিতে পরিবর্তন আসবে৷ রিপোর্টে এমন তথ্যই প্রকাশ পেয়েছে৷

JanaSoftR
Share This:   Facebook   Twitter   Google+   Stumble   Digg    Whatsapp




0 comments:

Post a Comment