আগরতলা : কালীমূর্তিতে কালি লেপে দিল দুষ্কৃতীরা। গতরাতে পশ্চিম জেলার রামনগর ফাঁড়ি থানা এলাকার রঞ্জিতনগরের অখণ্ড পঞ্চবটী কালীমন্দিরে এই ঘটনটা ঘটেছে।
আজ সকালে স্থানীয়রা বিষয়টি লক্ষ্য করেন। খবর দেওয়া হয় পুলিশে। রঞ্জিতনগর থানার পুলিশ এলাকায় যায়। তদন্ত শুরু হয়েছে।
কিছুদিন আগেই সোনামুড়া এলাকায় লোকনাথ ঠাকুরের মূর্তি ভেঙে ফেলা হয়েছিল।
0 comments:
Post a Comment