JanaSoftR

Tuesday, 21 November 2017

হিন্দুদের তাড়িয়ে কাশ্মীরকে স্বাধীন করব, হুমকি জামাত-উদ-দাওয়ার



ফের হুমকি দিল জামাত-উদ-দাওয়ার অন্যতম প্রধান আবদুল রহমান মাক্কি।

কাশ্মীরকে ‘স্বাধীন‘ করতে জামাত-উদ-দাওয়া সব সময় তৈরি। কাশ্মীরকে ‘স্বাধীন‘করতে জামাত রক্ত দিতেও কখনও পিছপা হবে না বলেও হুমকি দিয়েছে জামাত প্রধান মাক্কি।

সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, ‘জিহাদের‘ সঙ্গে কেউ যাতে লড়তে না আসে, সে বিষয়েও সতর্ক করেছে আবদুল রহমান মাক্কি।পাশাপাশি, জিহাদকে ‘আল্লা‘ চালান বলেও দাবি করে আবদুল রহমান মাক্কি। শুধু তাই নয়, জিহাদকে যে বা যাঁরা বন্ধ করতে চান, আল্লা তাঁদের কখনও ছেড়ে দেয় না বলেও দেওয়া হয়েছে হুমকি। পাশাপাশি ‘হিন্দুদেরও দমিয়ে রাখতে হবে‘ বলেও মন্তব্য করে জামাত প্রধান।

পাকিস্তান কখনওই ভারতের বন্ধু হতে পারে না বলেও মন্তব্য করে মাক্কি। কাশ্মীর নিয়ে শুধু ভারতের বিরুদ্ধেই নয়, আমেরিকার বিরুদ্ধেও সুর চড়ায় মাক্কি। জঙ্গিদের স্বর্গরাজ্য বলে মার্কিন মুলুক ইসলামাবাদের বিরুদ্ধে সুর চড়ালে, ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধেও আক্রমণ করে জেউডি প্রধান।

সম্প্রতি জামাত প্রধান হাফিজ সইদকে গৃহবন্দি করে পাকিস্তান। সন্ত্রাসবাদ নিয়ে আমেরিকার লাগাতার চাপের জেরেই শেষ পর্যন্ত হাফিজ সইদকে গৃহবন্দি করতে বাধ্য হয় পাকিস্তান।

ইসলামাবাদের পক্ষে সইদকে গৃহবন্দি করার পর পরই আরও সামনে উঠে আসে আবদুল রহমান মাক্কি। আর এবার নয়া জেউডি প্রধানের হুমকি ফের প্রকাশ্যে আসায় শুরু হয়েছে জল্পনা।
JanaSoftR
Share This:   Facebook   Twitter   Google+   Stumble   Digg    Whatsapp




0 comments:

Post a Comment