বিরোধী দলের নেতা-জনপ্রতিনিধিদের জালে জড়াতে, মিথ্যা মামলায় ফাঁসাতে দুর্নীতিগ্রস্ত পুলিশ অফিসারদেরও কাজে লাগাচ্ছে তৃণমূল কংগ্রেস৷ শুক্রবার কলকাতার রানি রাসমনি রোডের সভা থেকে এমনই অভিযোগ করলেন মুকুল রায়৷ বিজেপির হয়ে তাঁর আত্মপ্রকাশের পর প্রথম জনসভায় তৃণমূল কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় নিয়ে একাধিক অভিযোগ করেছেন তিনি৷ তার মধ্যেই ছিল, রাজ্য সরকার বিরোধী নেতাদের বিরুদ্ধে পুলিশ-সিআইডিকে কাজে লাগানোর অভিযোগ৷
যদিও পুলিশ-প্রশাসনকে বিরোধীদের বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছে, এমন অভিযোগ মুকুল রায় আগেও তুলেছেন৷ কিন্তু এদিন তিনি যোগ করেছেন, নতুন একটি প্রসঙ্গ৷ সেখানে তিনি অভিযোগ করেছেন দুর্নীতিগ্রস্ত অফিসারকে সিআইডির মাথায় বসানো নিয়ে৷ প্রসঙ্গত, সম্প্রতি এডিজি-সিআইডির পদে বসেছেন সঞ্জয় মুখোপাধ্যায়৷ তাঁর নাম করেই এদিন অভিযোগ করেছেন মুকুল রায়৷ বলেছেন, ব্যারাকপুরের পুলিশ কমিশনার থাকাকালীনই এর মহিলা পুলিশকর্মীকে অশ্লীল এসএমএস পাঠানোর অভিযোগ উঠেছিল সঞ্জয় মুখোপাধ্যায়ের বিরুদ্ধে৷ সেই সঞ্জয়কেই আবার সিআইডির শীর্ষপদে বসানো হয়েছে৷ মুকুল রায়ের অভিযোগ, এগুলো করা হয়েছে বিরোধী নেতাদের হেনস্তা করতে৷ বিরোধী নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিতেই তাঁকে দায়িত্ব দেওয়া হয়েছে৷
প্রসঙ্গত, অভিযোগ ওঠার পর কম গুরুত্বপূর্ণ পদে সরিয়ে দেওয়া হয়েছিল সঞ্জয় মুখোপাধ্যায়কে৷ তার পর তিনি সিআইডির ওই পদে এলেন৷ তাঁর আগে ওই পদে ছিলেন রাজেশ কুমার৷ তিনি আবার পুলিশ মহলে মুকুল রায়ের ঘনিষ্ঠ হিসেবেই পরিচিত৷ তাই তাঁকে সরিয়ে দেওয়া হল বলে অভিযোগ উঠেছে৷ কারণ, ইতিমধ্যে সিপিএমের বহিষ্কৃত সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ধর্ষণ মামলায় মুকুল রায়ের নাম জড়িয়েছে৷ মুকুল ঘনিষ্ঠ অর্চনা মজুমদারকে ডেকে জেরাও করেছে সিআইডি৷ মুকুল রায়ের বিরুদ্ধেও অভিযোগকারী নম্রতা দত্তকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে৷ মুকুলের বিরুদ্ধে দায়ের হয়েছে এফআইআর৷ ফলে এদিন কার্যত সেই প্রসঙ্গগুলিই টেনে রাজ্যে পুলিশি-রাজ নিয়ে তোপ দাগলেন রাজ্য রাজনীতির চাণক্য৷
0 comments:
Post a Comment