JanaSoftR

Wednesday, 1 March 2017

ট্রেনে একঘন্টায় কলকাতা থেকে দিল্লি!


একেবারে এক ঘন্টায় কলকাতা থেকে পৌছে যাওয়া যাবে দিল্লিতে৷ না ঠিক উড়ে যাওয়ার দরকার নেই৷বিশেষ ট্রেনেই তা সম্ভব হবে৷ওই ট্রেনে দিল্লি থেকে মুম্বইয়ে উড়ে যাওয়া যাবে মাত্র ৫৫ মিনিটে। আকাশে উড়লেও বিমানে চড়লেও এই ১৪০০ থেকে ১৪৫০ কিলোমিটার অতিক্রম করতে ঘন্টা দুয়েক সময় লাগে আর ট্রেনে গেলে গড়ে একদিন লেগে যায়৷ কিন্তু বিশেষ ধরনের ‘হাইপারলুপ ট্রেন’-এ এমনটাই সম্ভব।

এখনও পর্যন্ত কোনও বিমানেও ওই দূরত্ব অত কম সময়ে পেরনো যায় না। এমন ট্রেন চালুর বিষয়ে মঙ্গলবার রেলমন্ত্রকের শীর্ষ স্তরের কর্তাদের সঙ্গে জরুরি বৈঠক করে ‘হাইপারলুপ-ওয়ান’ সংস্থার কর্তারা। দ্রুত গতির এমন ট্রেন চালাতে ওই বেসরকারি সংস্থার সাহায্য নিচ্ছে রেল মন্ত্রক। বিশেষজ্ঞরা জানিয়েছেন, ওই ট্রেনটি চালানো হবে এমন একটি টিউবের মধ্যে দিয়ে, যাতে কোনও বাতাস থাকবে না। ফলে বাতাস বা ‘এয়ার’ না থাকায় সামনের দিকে এগোতে গেলে বায়ুমণ্ডলের কোনও বাধাই পাবে না চলমান ট্রেনটি ফলে গতিবেগ ওই মাত্রায় যেতে পারবে৷


এক নজরে দেখে নেওয়া যাক কত সময়ে বিভিন্ন রুটে ওই ট্রেন পৌছে দেবে গন্তব্যস্থলে


  • বেঙ্গালুরু থেকে চেন্নাইয়ের দূরত্ব ৩৩৪ কিলোমিটার এই পথ পেরতে ট্রেনটি সময় নেবে ২০ মিনিট।
  • বেঙ্গালুরু থেকে তিরঅনন্তপুরমের দূরত্ব ৭৩৬ কিলোমিটার, এই পথ পেরতে ৪১ মিনিট সময় লাগবে।
  • জয়পুর, ইনদওর হয়ে দিল্লি থেকে মুম্বইয়ের দূরত্ব ১৩১৭ কিলোমিটার পথ, যা পেরতে সময় লাগবে ৫৫ মিনিট।
  • বেঙ্গালুরু হয়ে মুম্বই থেকে চেন্নাইয়ের দূরত্ব হল ১ হাজার ১০২ কিলোমিটার এবং তা পথ পেরতে সময় লাগবে ৫০ মিনিট।
  • এই হিসেবে কলকাতা থেকে দিল্লি যেতে সময় লাগার কথা এক ঘণ্টার মতো।


JanaSoftR
Share This:   Facebook   Twitter   Google+   Stumble   Digg    Whatsapp




0 comments:

Post a Comment