JanaSoftR

Monday, 6 March 2017

"ভারতে মুসলিম জনসংখ্যা বারছে ফলে, জিহাদি সন্ত্রাসবাদ বড় বিপদের কারণ হয়ে দাঁড়িয়েছে"



 ভারতে ক্রমশ ‘জিহাদি সন্ত্রাসবাদের’ আশঙ্কা ক্রমশ বাড়ছে।  আর এই বিপদ দূর করতে হলে রাষ্ট্রপুঞ্জকে সম জনসংখ্যা নীতি তৈরি করতে হবে।  সম্প্রতি এমনটাই আর্জি জানাল বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি)।

মার্কিন যুক্তরাষ্ট্রের থিঙ্ক ট্যাঙ্ক পিউ রিসার্চ সেন্টারের রিপোর্ট উল্লেখ করে ভিএইচপি-র যুগ্ম সাধারণ সম্পাদক সুরেন্দ্র জৈন বলেছেন, ‘ভারতে মুসলিম জনসংখ্যা যখন ২৩ শতাংশ, তখনই জিহাদি সন্ত্রাসবাদ বড় বিপদের কারণ হয়ে দাঁড়িয়েছে।  শুধু তাই নয়, আগামী ২০৫০ সালে যখন মুসলিম জনসংখ্যা ৩০ শতাংশে পৌঁছে যাবে, তখন পরিস্থিতি ভারতের ক্ষেত্রে আরও বিপজ্জনক পর্যায়ে গিয়ে দাঁড়াবে।  আর যে কোনও অমুসলিম দেশের তুলনায় ভারতে ইসলামি সন্ত্রাসবাদের বিপদ অনেক বেশি বলে মনে করেন সুরেন্দ্র জৈন।  যা শুধু সেনাবাহিনীর মাধ্যমে জিহাদি সন্ত্রাসবাদের মোকাবিলা করা যাবে না।  সেই কারণেই রাষ্ট্রপুঞ্জের সম জনসংখ্যা নীতি তৈরি করা উচিত।  এ বিষয়ে ভারতেরই প্রথম পদক্ষেপ করা উচিত বলেও মনে করেন ভিএইচপি-র যুগ্ম সাধারণ সম্পাদক।

পিউ রিসার্চ সেন্টারের রিপোর্ট অনুযায়ী, ২০৫০ সালের মধ্যে বিশ্বে সবচেয়ে বেশি মুসলিম জনসংখ্যাবিশিষ্ট দেশ হবে ভারত।  এই রিপোর্ট প্রকাশ্যে আসার পরেই রাষ্ট্রপুঞ্জের পদক্ষেপ দাবি করল ভিএইচপি।
JanaSoftR
Share This:   Facebook   Twitter   Google+   Stumble   Digg    Whatsapp




0 comments:

Post a Comment