জেরুজালেম: ভোর পাঁচটায় ফজর আজান দেওয়া হয় মসজিদ থেকে। সেই সময় ওই মসজিদ সংলগ্ন এলাকা বহু মানুষের ঘুমের ব্যাঘাত ঘটে। সেই কারণে আইন করে দেশ জুড়ে আজান বন্ধ করার উদ্যোগ নিল ইজরায়েল প্রশাসন।
মূলত যে মসজিদটি নিয়ে অভিযোগ সেটি অধিকৃত ফিলিস্তিনের পূর্ব বায়তুল মুকাদ্দাস শহরে অবস্থিত। মুকাদ্দাস শহর সহ সমগ্র ইজরায়েল জুড়েই এই আইন জারি করা হতে চলছে বলে খবর পাওয়া গিয়েছে। এই সংক্রান্ত একটি বিল তেল আবিবের সংসদে প্রাথমিক অনুমোদনও পেয়েছে।
সংসদে পেশ করা ওই বিল অনুসারে এই আইন লঙ্ঘন করা হলে ২৭০০ মার্কিন ডলারের সমপরিমাণ অর্থ জরিমানা করা হবে।
Nice
ReplyDelete