JanaSoftR

Wednesday, 15 March 2017

ইসলামিক স্টেটের সন্ত্রাসের বিরুদ্ধে গান গাওয়ায় ফতোয়া জারি নাহিদ আফরিনের বিরুদ্ধে



ইসলামিক স্টেটের সন্ত্রাসের বিরুদ্ধে গান গাওয়ায় ফতোয়া জারি করা হল এক কিশোরীর বিরুদ্ধে। নাহিদ আফরিন নামে অসমের ওই ১৬ বছরের কিশোরীর বিরুদ্ধে ফতোয়া কারি করেছেন ৪৬ জন ইমাম। জনসমক্ষে গান না গাওয়ার বিধান দেওয়া হয়েছে তাকে। ২০১৫-য় একটি রিয়্যালিটি শো-তে দ্বিতীয় হয়েছিল নাহিদ।

অসমের স্পেশাল ব্রাঞ্চের এডিজি পল্লব ভট্টাচার্য জানিয়েছেন, জঙ্গিদের বিরুদ্ধে গান গাওয়াতেই এই ফতোয়া কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। মঙ্গলবার অসমের হোজাই ও নাগাওতে অসমিয়ায় লেখা ফতোয়ার লিফলেট বিতরণ করা হয়েছে, যেখানে ৪৬ জন ইমামের নাম রয়েছে। ফতোয়ায় উল্লেখ করা হয়েছে, আগামী ২৫ মার্চ অসমের উদালি সোনাই বিবি কলেজে যে অনুষ্ঠান করার কথা রয়েছে নাহিদের, তা শরিয়া আইনের বিরোধী। আরও বলা হয়েছে, ‘মসজিদ, ঈদগাহ, মাদ্রাসা ও কবরস্থানের কাছে ওই সঙ্গীতানুষ্ঠানের মত শরিয়া বিরোধী কাজকর্ম হয় তাহলে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে আল্লার প্রতি ক্রোধ জন্মাবে।’

দশম শ্রেণির ছাত্রী নাহিদ এই ফতোয়ার কথা শুনে রীতিমত স্তম্ভিত। তার কথায়, তার গলার গান ভগবান প্রদত্ত। এইসব ফতোয়ার কাছে মাথানত করে কোনোদিনই গান ছেড়ে দেবে না নাহিদ। নাহিদের মা জানিয়েছে, অনুষ্ঠানটি বাতিল করা হচ্ছে না বলে আয়োজকেরা জানিয়েছেন। সম্প্রতি সোনাক্ষী সিনহার ‘আকিরা’ ছবিতে গান গেয়েছে নাহিদ। আর এই গান তাকে বেশ জনপ্রিয় করে তুলেছে।
JanaSoftR
Share This:   Facebook   Twitter   Google+   Stumble   Digg    Whatsapp




0 comments:

Post a Comment