প্যারিস: আইএস জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত থাকার সন্দেহে ৪ জনকে গ্রেফতার করল ফরাসী পুলিশ৷ শুক্রবার তাদের গ্রেফতার করা হয়েছে৷ এই চার সদস্যের দলে ১৬ বছরের এক কিশোরীও রয়েছে৷ বাকিদের বয়স ২০ থেকে ৩৩ বছরের মধ্যে৷ প্যারিসে বড়সড় নাশকতার ছক ছিল ধৃত ওই চারজনের৷ তাদের জেরা করে এই তথ্য জানতে পেরেছে বলে দাবি ফরাসী পুলিশের৷ দিন কয়েক আগে অ্যাসিটোনের কেনে তারা৷ যা দিয়ে বিস্ফোরণ বানানোর পরিকল্পনা ছিল আইএস সন্দেহে ধৃত ওই চারজনের৷ ফ্রান্স মন্ত্রকের তরফে জানানো হয়েছে, ‘জঙ্গিরা ফ্রান্সের মাটিতে বড়সড় নাশকতার ছক কষেছিল৷ তবে জঙ্গিদমন শাখার অফিসারেরা সেই পরিকল্পনা বানচাল করে দিয়েছে৷ চারজনই ধরা পড়েছে৷ ঘটনায় আরও কেউ যুক্ত আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে৷’
এদিকে ধৃতদের সম্পর্কে ফরাসী পুলিশের দাবি, গত ৮ ফেব্রুয়ারি সিরিয়া তেকে ১৬ বছরের একটি মেয়ে আসে৷ আইএস-এর হয়ে সোশ্যাল মিডিয়াতে সে বিভিন্ন সময় তথ্য প্রচার করেছে৷ ইন্টালিজেন্স ব্যুরো সেই খবর পাওয়া মাত্রই তাকে গ্রেফতার করেছে৷ পাশাপাশি আরও তিনজন যুবককে গ্রেফতার করা হয়েছে৷ এদের বয়স যথাক্রমে ২০, ২৩ ও ৩৩ ৷
0 comments:
Post a Comment