JanaSoftR

Monday, 20 February 2017

ব্রাহ্মণদের জন্য ভাতা চালুর দাবি পুরুলিয়ায়


ব্রাহ্মণদের জন্য ভাতা চালুর দাবি তুলল ব্রাহ্মণ সমাজ। ইমামদের ভাতা দেওয়া হলে তাদেরও ভাতা দিতে হবে বলে দাবি জানিয়েছে তারা। আজ পুরুলিয়ার রঘুনাথপুর মহকুমায় মহা সম্মেলন অনুষ্ঠিত হয়। এলাকার বাসিন্দা ছাড়াও ঝাড়খণ্ড থেকেও অনেকে ওই সম্মেলনে অংশগ্রহণ করে।


ওই সংগঠনের পক্ষে রবীন্দ্রনাথ ভট্টাচার্য বলেন, সারা দেশে আজ অস্তিত্বের সঙ্কটে মধ্যে রয়েছেন ব্রাহ্মণরা। তাঁদের সবরকমভাবে বঞ্চিত করা হচ্ছে। সরকারি সুবিধা না পাওয়ায়  দিনে দিনে পুরোহিতদের পেশাও অবলুপ্ত হচ্ছে। এর মধ্যেই ইমামদের জন্য রাজ্য সরকারের তরফে ভাতা চালু করা হয়েছে। তাই ব্রাহ্মণদের জন্যও ভাতা চালু করতে হবে।



প্রথম মহাসম্মেলনে মানব জাতীর শান্তি ও সমৃদ্ধির জন্য বিশেষ যজ্ঞ করল পুরুলিয়ার ব্রাহ্মণ সমাজ। সেখানেই যজ্ঞ করেন উপস্থিত ব্রাহ্মণরা। 
JanaSoftR
Share This:   Facebook   Twitter   Google+   Stumble   Digg    Whatsapp




0 comments:

Post a Comment