১)আর্থিক বছরে গ্রামীন ক্ষেত্রে বরাদ্দ হল ১,৮৭,২০০ কোটি টাকা৷ যা গত বছরের তুলনায় বৃদ্ধি পেয়েছে প্রায় ২৪ শতাংশ, যা রেকর্ড গড়েছে ভারতীয় অর্থনীতিতে৷
২) মহাত্মা গান্ধী ন্যাশানাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি স্কীমে বরাদ্দের পরিমান ৩৮,৫০০কোটি টাকা থেকে বৃদ্ধি পেয়ে হল ৪৮,০০০ কোটি টাকা৷
৩) মহাত্মা গান্ধী ন্যাশানাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি স্কীমে মহিলাদের অংশগ্রহন বৃদ্ধি পেয়েছে প্রায় ৫৫শতাংশ৷
৪) বর্তমান আর্থিক বছরেগ্রামীন মহিলা ক্ষমতায়নে জন্য গ্রামীন মহিলা শক্তি কেন্দ্র এক নতুন পর্যায়ে প্রবর্তিত হবে৷
৫) ২০১৮ এর মে এর মধ্যে সমস্ত গ্রামের প্রতিটি বাড়িতে বিদ্যুতের ব্যবস্থা করা হবে৷
৬) যাদের বাড়ি নেই অথবা কুঁড়ে ঘরে থাকেন তাদের জন্য ২০১৯ এর মধ্যে এক কোটি বাড়ি বানানোর পরিকল্পনা গৃহিত হয়েছে ৷
৭) প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনে ঋনের মেয়াদকাল ১৫ থেকে ২০ বছর অবধি বৃদ্ধি করা হল৷
৮) প্রধানমন্ত্রী আবাস যোজনার জন্য বরাদ্দ টাকার পরিমান বৃদ্ধি পেয়েছে ১৫,০০০ কোটি টাকা থেকে ২৩,০০০ কোটি টাকায়৷
৯) প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার অধীনে রাস্তা তৈরির কাজ বৃদ্ধি পেল প্রায় দ্বিগুন৷২০১১-১৪সালে যেখানে রাস্তা তৈরীর কাজ হত একদিনে ৭৩কিমি৷ সেখানে ২০১৬-১৭সালে রাস্তা তৈরীর কাজ বেড়েছে৷ এখন একদিনে ১৩৩কিমি রাস্তা তৈরি হওয়ার আশ্বাস দিল কেন্দ্র৷
১০) যে সমস্ত গ্রামে উন্মুক্ত শৌচালয়ের ব্যবস্থা সম্পূর্ন তুলে দেওয়া হয়েছে৷ সে সমস্ত গ্রামে পর্যাপ্ত জলের ব্যবস্থা করা হয়েছে৷
0 comments:
Post a Comment