নয়াদিল্লি: আশি কোটি টাকায় ফরাসি সংস্থা পুজোএসএ-র কাছে হিন্দ মোটর্স বেচে দিচ্ছে অ্যাম্বাসেডর ব্র্যান্ড৷বছর তিনেক আগেই দেশের প্রথম গাড়ি তৈরির সংস্থাটি নতুন গাড়ি বন্ধ উৎপাদন করা বন্ধ করে ছিল৷
একটি বহুল প্রচারিত বাণিজ্যিক দৈনিকে দেওয়া এক সাক্ষাৎকারে সিকে বিড়লা গোষ্ঠীর মুখপাত্র জানিয়েছেন, অ্যাম্বাস্যাডর ব্র্যান্ড বিক্রির ব্যাপারে পুজো এসও গোষ্ঠীর সঙ্গে তাদের চুক্তি সম্পাদন হয়েছে ৷
সংস্থার পক্ষ থেকে স্থায়ী কর্মীদের স্বেচ্ছা অবসরের প্রকল্পের যে অফার দেওয়া হয়েছে তা মেটাতে এই বিক্রির অর্থকে ব্যবহার করা হবে৷ যেখানে গত শতাব্দীর ৮০ দশকে বছরে ২৪,০০০ গাড়ি বিক্রি হত সেখানে ২০১৩-১৪ সালে এই গাড়ি বিক্রি নেমে এসেছিল ২৫০০ তে৷১৯৮৩ সালে মারুতি সুজুকি ভারতের বাজারে আসার পরে থেকেঅ্যাম্বাসেডর তার বাজার হারাতে থাকে৷
0 comments:
Post a Comment