JanaSoftR

Monday, 6 February 2017

পাকিস্তানে নিষিদ্ধ হল ‘রইস’-এর প্রদর্শন


মুম্বই: পাকিস্তানের সিনেমাহলে ঝড় তোলার কথা ছিল রইসের৷ কিন্তু সেই প্রস্তুতি এখন বিশ বাঁও জলে৷ছবিতে মুসলিমদের যথোপযুক্ত ভাবে প্রদর্শন করা হয়নি, এই অভিযোগে সোমবার পাকিস্তানে রইসের প্রদর্শনে নিষেধাজ্ঞা জারি করা হল৷

গত একসপ্তাহ ধরে পাকিস্তানে শাহরুখ এবং মাহিরা ভক্তরা রইস দেখার আশায় থাকলেও হতাশই হতে হবে তাঁদের, কারণ সোমবারই পাকিস্তানে এই ছবির প্রদর্শনে নিষেধাজ্ঞা জারি করল সেন্ট্রাল সেন্সর বোর্ড৷ মুসলিমদের ছোট করে দেখানো, তাদের ক্রিমিনাল এবং দুষ্কৃতী হিসেবে দেখানোতেই প্রধান আপত্তি উঠেছে৷
উরির ঘটনার পর এমনিতেই ভারত-পাক সম্পর্ক, পাকিস্তানি শিল্পীদের ভারতে নিষেধাজ্ঞা এমনই বিভিন্ন পরিস্থিতি এবং সিদ্ধান্তের মধ্যে দিয়ে সময় এগিয়ে যাচ্ছিল৷ তবে কাবিল পাকিস্তানে প্রদর্শিত হওয়ার পর রইস নিয়েও আশায় বুক বেঁধেছিলেন অনেকেই৷ কিন্তু সেন্ট্রাল সেন্সর বোর্ডের সিদ্ধান্তে আবারও একরাশ হতাশা৷ কিন্তু কি হবে শেষ পর্যন্ত তা নিয়ে এখন বিস্তর ধোঁয়াশায় সকলে৷
JanaSoftR
Share This:   Facebook   Twitter   Google+   Stumble   Digg    Whatsapp




0 comments:

Post a Comment