বেঙ্গালুরু: শীতে বাগিচা শহরের উষ্ণতা এক লাফে বাড়িয়ে দিল ভারতীয়দের ব্যাটিং ধামাকা৷সুরেশ ধোনি-যুবি-রায়নার ব্যাটে রোশনাই উজ্বল চিন্নাস্বামী৷সিরিজের শেষ তথা ‘ডু অর ডাই’ ম্যাচে ইংল্যান্ডকে রানের টার্গেট দিল টিম ইন্ডিয়া৷ধোনি-রায়নার দুরন্ত হাফ-সেঞ্চুরি এবং যুবরাজের তিন ছক্কায় ১০ বলে ২৭ রানের বিস্ফোরক ইনিংসে ছ’ উইকেটে ২০২ রান তুলল ভারত৷
Wednesday, 1 February 2017
রায়না-ধোনি-যুবি ধামাকায় মর্গ্যানদের টার্গেট ২০৩
বেঙ্গালুরু: শীতে বাগিচা শহরের উষ্ণতা এক লাফে বাড়িয়ে দিল ভারতীয়দের ব্যাটিং ধামাকা৷সুরেশ ধোনি-যুবি-রায়নার ব্যাটে রোশনাই উজ্বল চিন্নাস্বামী৷সিরিজের শেষ তথা ‘ডু অর ডাই’ ম্যাচে ইংল্যান্ডকে রানের টার্গেট দিল টিম ইন্ডিয়া৷ধোনি-রায়নার দুরন্ত হাফ-সেঞ্চুরি এবং যুবরাজের তিন ছক্কায় ১০ বলে ২৭ রানের বিস্ফোরক ইনিংসে ছ’ উইকেটে ২০২ রান তুলল ভারত৷
0 comments:
Post a Comment