JanaSoftR

Tuesday, 7 February 2017

টি-২০ তে ট্রিপল সেঞ্চুরি! নয়া নজির দিল্লীর ব্যাটসম্যানের!


নয়াদিল্লি, ৭ ফেব্রুয়ারি: ভারত তো বটেই, গোটা বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে টি-২০ ফর্ম্যাটে ট্রিপল সেঞ্চুরি হাঁকিয়ে দিলেন মোহিত আহলাওয়াত। পানিপথের ছেলে মোহিত এলবি শাস্ত্রী অ্যাকাডেমির ছাত্র। গৌতম গম্ভীর যেখানে নিয়মিত অনুশীলন করেন, দিল্লির সেই মাঠেই অনুশীলন করেন মোহিত। বিখ্যাত এই ম্যাচে মাভি একাদশের হয়ে খেলছিলেন তিনি। পূর্ব দিল্লির ললিতা গ্রাউন্ডে বিপক্ষে ছিল ফ্রেন্ডস একাদশ। সেই ম্যাচেই মাত্র ৭২ বলে ট্রিপল সেঞ্চুরি পূর্ণ করেন তিনি।

মোহিতের এই ইনিংসটি সাজানো ছিল ৩৯টা ছয় ও ১৪টি বাউন্ডারি দিয়ে। ১৯ ওভারেও তাঁর ব্যক্তিগত রান ছিল ২৭০। শেষ ওভারে মারেন ৫টি ছয়। আর তারপরই নতুন ইতিহাস তৈরি করে ফেলেন তিনি। শুধু ব্যক্তিগত রানই নয়, দলকেও রেকর্ড রানের পাহাড়ের ওপর দাঁড় করিয়ে দেন তিনি। সেই সঙ্গে টি-২০’র ইতিহাসে ঘটে বিরল ঘটনা। তাঁর দল ২০ ওভারে করে ৪১৬ রান।

এমন একটা কীর্তি স্থাপন করে ২১ বছরের মোহিত বলছেন, ‘আমায় বিশ্বাস করতে হবে এটা আমি করেছি। মনে হয় গৌতি ভাই এটা নোট করেছে। তিনি আমার ওপর বিশ্বাস রেখেছিলেন। আমি তার মর্যাদা দিতে পেরেছি। আমি ডাবল সেঞ্চুরি আশা করেছিলাম। তবে ট্রিপল সেঞ্চুরি করে ফেলব সেটা ভাবিনি। স্কোরবোর্ডে আমার নিজস্ব রান যখন ২০০ দেখাল, তখন ঠিক করে নিয়েছিলাম এবার বড় বড় শট খেলতেই হবে। সেই মতোই এগিয়েছি। আমি এই বিষয়টা আমার উল্টো দিকের ব্যাটসম্যানকেও বলেছিলাম। রঞ্জিতে নিজের জায়গা পাকা করার জন্য এর থেকে ভাল আর কিছুই হতে পারে না।’
JanaSoftR
Share This:   Facebook   Twitter   Google+   Stumble   Digg    Whatsapp




0 comments:

Post a Comment