নয়াদিল্লি: পাকিস্তানের জনগণ সেদেশে থাকতে চায় নাকি ভারতের সঙ্গে এক হতে চায় তা যাচাইয়ের জন্য ইসলামাবাদের অবশ্যই উচিত- গণভোটের মাধ্যমে জনগণের মতামত নেওয়া।” সম্প্রতি নির্বাচনী জনসভায় এমনটাই মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। শুধু তাই নয়, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ। এটা আগেও ছিল এবং সবসময় তাই-ই থাকবে।
রাজনাথ সিং বলেন, “কাশ্মীর ইস্যুতে পাকিস্তান গণভোট করার দাবি তুলে আসছে। কিন্তু এটা পরিষ্কার কাশ্মীর ভারতের সঙ্গে ছিল এবং ভারতের সঙ্গেই থাকবে। কোনও শক্তি এটা পরিবর্তন করতে পারবে না। বরং এর পরিবর্তে পাকিস্তানের ভিতরে গণভোট হওয়া দরকার যাতে বোঝা যায় সেই দেশের জনগণ সেই দেশে থাকতে চান, নাকি ভারতের সঙ্গে এক হয়ে যেতে চান। একই সঙ্গে ভারতের সঙ্গে সম্পর্ক খারাপ করার জন্যও পাকিস্তানকে তুলোধোনা করতে ছাড়েননি কেন্দ্রীয় এই মন্ত্রী।
রাজনাথ সিং দাবি করেন, ভারত সবসময় পাকিস্তানের সঙ্গে শান্তিপূর্ণ সম্পর্ক রাখতে চেয়েছে। কিন্তু পাকিস্তানই তাতে প্রতিবন্ধকতা তৈরি করেছে। তাঁর ভাষায়, পাকিস্তানের উচিত জঙ্গিদের থামানো। শুধু তাই নয়, কাশ্মীর ইস্যুতে উস্কানিমূলক মন্তব্য করাও বন্ধ করা উচিৎ। কিন্তু তা যদি না হয় তাহলে আগামিদিনে আর অস্তিত্ব থাকবে না বলেই হুঁশিয়ারি মোদী সরকারের এই গুরুত্বপূর্ণ মন্ত্রীর। রাজনাথ সিং বলেন, সার্জিক্যাল স্ট্রাইকের মাধ্যমে আমরা বিশ্ববাসীকে দেখিয়েছি, আমরা কঠিন অ্যাকশন নিতে পারি। ভারত একটি শান্তিপ্রিয় দেশ। তার মানে এটা নয় যে, ভারত কোনও দিক থেকেই দুর্বল।
0 comments:
Post a Comment