JanaSoftR

Monday, 13 February 2017

দেশে জেট ইঞ্জিন বানিয়ে আমেরিকার-ইজরায়েলের পাশেই স্থান ভারতের


বেঙ্গালুরু: আর আমদানি করতে হবে না। এবার দেশেই তৈরি হবে ফাইটার জেটের ইঞ্জিন। এই ইঞ্জিন তৈরি হলে ভারত সেই তিন দেশের এলিট ক্লাবের সদস্য হয়ে উঠবে যাদের হাতে রয়েছে স্ট্র্যাটেজিক টেকনোলজি। শুধুমাত্র আমেরিকা, ইউরোপ ও ইজরায়েলের হাতে রয়েছে এই প্রযুক্তি। বেঙ্গালুরুর সংস্থা DMLS এই ইঞ্জিন তৈরি করছে। সংস্থার ডিরেক্টর শ্রীধর বলরাম জানান, গত ৮ ফেব্রুয়ারি এই ইঞ্জিন সফলভাবে টেস্ট করা হয়েছে।

আর মাত্র ২৪ সপ্তাহের অপেক্ষা। তারপরই সার্টিফিকেশনের জন্য যাবে ভারতের প্রথম জেট ইঞ্জিন। প্রায় সবকটি পরীক্ষাই সফল ভাবে এটি উতরেছে। বেঙ্গালুরুর আর অ্যান্ড ডি ফার্মের পোয়েইর জেটস প্রাইভেট লিমিটেডের ইঞ্জিনিয়ার ও বৈজ্ঞানিকের ১১ জনের একটি দল এই কাজে যুক্ত রয়েছে। বছর দুয়েক আগে ২০ কোটি টাকার এই প্রকল্প শুরু হয়। এখনও পর্যন্ত ৯ কোটি টাকা খরচ হয়েছে বলে জানা গিয়েছে।

MJE-20 এই গ্যাস-টার্বাইন এঞ্জিনটি আনম্যানড এরিয়েল ভেহিকেলস ও রিমোটলি পাইলটেড ভেহিকেলস-কে চার্জ দিতে পারবে। এই সফল ভাবে সম্পূর্ণ হয়ে গেলে আরও বড় আকারের জেট ইঞ্জিন তৈরির কাজ হাতে নেবে বলে সংস্থার তরফে জানানো হয়েছে। সেই জেট ইঞ্জিন সেনাবাহিনীতে ব্যবহৃত ফাইটার জেটকেও চার্জ দিতে পারবে বলে আশা করা হচ্ছে।
JanaSoftR
Share This:   Facebook   Twitter   Google+   Stumble   Digg    Whatsapp




0 comments:

Post a Comment