বেঙ্গালুরু, ২০ ফেব্রুয়ারি : আইপিএল ১০ এর নিলাম হয়ে গেল এদিন বেঙ্গালুরুতে। সবচেয়ে বেশি ১৪ কোটি ৫০ লক্ষ টাকা দাম পেলেন ইংল্যান্ডের অলরাউন্ডার বেন স্টোকস। ২৫ বছর বয়সী বেন স্টোকস বাঁ হাতি ব্যাটসম্যান ও ডান হাতি মিডিয়াম পেসার। এদিন তাঁকে কিনে নিল রাইজিং পুনে সুপারজায়ান্টস।
এদিনের নিলামের ফলে বেন স্টোকস আইপিএল ইতিহাসে সবচেয়ে বেশি দাম পাওয়া দ্বিতীয় খেলোয়াড় হলেন। এর আগে যুবরাজ সিং আইপিএল ইতিহাসে সর্বাধিক ১৬ কোটি টাকা দাম পেয়েছেন। তবে বিদেশি খেলোয়াড়দের মধ্যে বেন স্টোকসই সব আইপিএল মিলিয়ে সর্বাধিক দামে দল পেলেন। এবার একনজরে দেখে নেওয়া যাক ভারতীয় ও বিদেশি কোন কোন ক্রিকেটার এদিন আইপিএল নিলামে দল পেলেন।
নিলামে দল পাওয়া ভারতীয় খেলোয়াড়দের তালিকা
পবন নেগি, অঙ্কিত বাউয়ানে, তন্ময় আগরওয়াল, কে গৌতম, রাহুল তেওয়াটি, আদিত্য তারে, একলব্য দ্বিবেদী, অনিকেত চৌধুরী, টি নটরাজন, নাথু সিং, বেসিল থাম্পি, এম অশ্বিন, টিএস বারোকা, সরবজিত লাড্ডা, প্রবীণ তাম্বে, ঋষি ধাওয়ান, কর্ণ শর্মা, জয়দেব উনাদকাট, মনপ্রীত গনি, বরুণ অ্যারন, সৌরভ তিওয়ারি, প্রবীণ দুবে, নবদীপ সাইনি, রাহুল চাহার, সৌরভ কুমার, মুনাফ প্যাটেল, চিরাগ সুরি, শেলি শৌর্য, শুভম আগরওয়াল, সঞ্জয় যাদব, ইশাঙ্ক জগ্গি, প্রথম সিং, রাহুল ত্রিপাঠী, সায়ন ঘোষ, মনোজ তিওয়ারি
নিলামে দল পাওয়া বিদেশি খেলোয়াড়দের তালিকা
অ্যাঞ্জেলো ম্যাথিউজ, বেন স্টোকস, কোরি অ্যান্ডারসন, নিকোলাস পুরান, কাগিসো রাবাদা, ট্রেন্ট বোল্ট, তাইমল মিলস, প্যাট কামিন্স, মিচেল জনসন, মহম্মদ নবি, রশিদ খান, ক্রিস ওকস, ম্যাট হেনরি, মার্টিন গাপটিল, জেসন রয়, ক্রিস জর্ডন, নাথন কুল্টার-নাইল, বেন লাফলিন, বিলি স্ট্যানলেক, মহম্মদ সিরাজ, ড্যানিয়েল ক্রিশ্চিয়ান, আসেলা গুনরত্নে, রভম্যান পাওয়েল, ড্যারেন স্যামি, ড্যারেন ব্র্যাভো, লকি ফার্গুসন
0 comments:
Post a Comment