JanaSoftR

Monday, 27 February 2017

গোপনাঙ্গে স্ত্রীর লাথি, মৃত্যু এডস আক্রান্ত স্বামীর



বেঙ্গালুরু: স্ত্রী গোপনাঙ্গে লাথি মারায় মৃত্যু হল ৪৭ বছরের এক এডস আক্রান্তের। গত রবিবার রাতে মত্ত অবস্থায় বাড়ি ফিরে যৌনসম্পর্ক করার জন্য স্ত্রীকে বাধ্য করার চেষ্টা করেন উদয় নামে ওই ব্যক্তি। এ নিয়েই ঝামেলার জেরে স্ত্রীর লাথিতে তাঁর মৃত্যু হয়েছে বলে অভিযোগ। বেঙ্গালুরুর ব্যাটারায়নপুরা থানা এলাকার কভিকা লেআউটে এই ঘটনা ঘটেছে। পুলিশে মৃত উদয়ের স্ত্রী নির্মলা (৩৫)-কে গ্রেফতার করেছে।

পুলিশ সূত্রে খবর, মাদিকেরি থেকে বেঙ্গালুরুতে এসেছিল ওই দম্পতি। তাঁদের ১৭ বছর আগে বিয়ে হয় এবং ১৪ বছরের কন্যাসন্তানও রয়েছে। একটি বেসরকার সংস্থার গাড়ির চালক উদয় রবিবার মদ্যপ অবস্থায় বাড়িতে ফিরে স্ত্রীর সঙ্গে সহবাস করতে জোর করেন। যেহেতু তিনি এডস আক্রান্ত তাই স্ত্রী তাঁকে বাধা দেন। এরপর দুজনের তুমুল ঝগড়া বেঁধে যায়। রাত তিনটে পর্যন্ত স্বামী-স্ত্রীর বচসা চলে।

পুলিশ জানিয়েছে, এরপরও উদয় শান্ত হননি। তিনি ফের সহবাস করার জন্য জোর করেন। নির্মলা রাজি না হলে উদয় স্ত্রীর বিরুদ্ধে বিবাহ-বহির্ভূত সম্পর্কে জড়িত থাকার অভিযোগ করেন। এরপরই স্বামীর গোপনাঙ্গে লাথি মারেন নির্মলা। উদয় বেহুঁশ হয়ে পড়েন। নির্মলা প্রতিবেশীদের সাহায্যে স্বামীকে হাসপাতালে নিয়ে যান। কিন্তু সেখানে চিকিত্সকরা তাঁকে মৃত ঘোষণা করেন।


পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, নির্মলা তাঁর বয়ানে বলেছেন, উদয় তাঁর সঙ্গে সহবাস করতে জোর করেন। তিনি তখন স্বামীকে কনডোম ব্যবহার করতে বললেও তা শোনেননি উদয়। এরপর উদয় নির্মলার ওপর ঝাঁপিয়ে পড়েন। বাধ্য হয়েই স্বামীকে সরাতে লাথি মারেন তিনি। স্বামীকে খুনের উদ্দেশ্য তাঁর ছিল না।

পুলিশ ঘটনার তদন্ত করছে বলে জানিয়েছেন ওই আধিকারিক।

ইতিমধ্যে উদয়ের বোন পরিমালা পুলিশের কাছে নির্মলার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। তাঁর অভিযোগ, চান্দু নামে একজনের সঙ্গে বিবাহ-বহির্ভূত সম্পর্ক ছিল নির্মলা। ওই দুজনই উদয়কে খুন করেছেন। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিস চান্দুকেও জিজ্ঞাসাবাদ করছে।
JanaSoftR
Share This:   Facebook   Twitter   Google+   Stumble   Digg    Whatsapp




0 comments:

Post a Comment