আমেদাবাদ, ১৬ ফেব্রুয়ারি : ধর্ষিতা এক তরুনীর বিরল বক্তব্যের সাক্ষী থাকল গুজরাত হাইকোর্ট। তরুনী আদালতে জানায়, সে তার ধর্ষককে ভালোবাসে,এবং সে ধর্ষকের সন্তানেত জন্ম দিতে চায়। তরুনীর এই বক্তব্যে রীতিমত অবাক হয়ে যান আদালতে উপস্থিত অনেকেই।[ধর্ষণের ৮ বছর পরে পুরুলিয়ায় জেলে বসে অপরাধীর সঙ্গেই বিয়ে হল ধর্ষিতার।
তরুনীর বক্তব্য শুনে আদালত তাঁকে অভিযুক্ত ধর্ষকের পরিবারের হাতে তুলে দেওয়ার নির্দেশ দেয়। গুজরাতের মহিসাগর জেলার সরকারি অফিসারদেরও তরুনীকে নিরাপদে ধর্ষকের পরিবারের হাতে তুলে দেওয়ার নির্দেশ দেয় আদালত। উল্লেখ্য অভিযুক্ত ধর্ষকের বাড়ি মহিসাগর জেলায়।[যৌনতার নানা মারপ্যাঁচ শেখাতে খুলল বিশ্বের প্রথম 'পর্ন অ্যাকাডেমি' ।
অন্তঃসত্ত্বা ওই তরুনীর ধর্ষককেও আদালতে ডেকে পাঠেনো হয়।
অভিযুক্ত ধর্ষক জানায়, সে ওই তরুনী ও তাঁর সন্তানের সমস্ত রকমের খেয়াল রাখবে। আদালত নিজের রায়ে জানিয়েছে, ওই তরুনী অভিযুক্ত ধর্ষকের সঙ্গে সম্পর্কে লিপ্ত ছিল। যে ধর্ষক ব্যক্তি পরে ওই মহিলাকে অপহরণ ও ধর্ষন করে।[ এবার পর্ন সিনেমার শুটিং হবে সুদূর মহাকাশে।
এর আগে গুজরাতের একটি নিম্ন আদালতে ওই তরুনী সন্তানের জন্ম দিতে চায়না বলে প্রথমে আবেদন করে। সেই আবেদন নাকচ করে নিম্ন আদালত জানায় ২০ সপ্তাহের বেশি হয়ে গেলে গর্ভপাত করা যাবে না। প্রসঙ্গত ওই তরুনী তখন ২৪ সপ্তাহের অন্তঃসত্ত্বা ছিলেন। এরপরই গুজরাত হাইকোর্টে আবেদন জানান তিনি। এদিকে আদালতের রায়ের পর, গোটা বিষেয়টিকে সমাজ কী চোখে দেখবে তা নিয়ে সন্ত্রস্ত তরুনীর মা ।[পর্ন দেখতে গিয়ে ধরা পড়লেন কর্ণাটকের শিক্ষামন্ত্রী।
0 comments:
Post a Comment