সত্যজিতের 'ব্যোমযাত্রীর ডায়েরি', 'বঙ্কুবাবুর বন্ধু' থেকে স্পিলবার্গের 'E.T'। ভিনগ্রহীরা আছে, এই বিশ্বাসেই তৈরি হয়ে গিয়েছে একাধিক ছবি ও গল্প। এ বার হয়তো তাদের খোঁজ মিলল! এই প্রথম পৃথিবীর মাপের
আরও ৭টি গ্রহের আবিষ্কার করলেন মহাকাশ বিজ্ঞানীরা। বিজ্ঞানীদের দৃঢ় বিশ্বাস, এই গ্রহগুলিতে প্রাণ থাকার সম্ভাবনা প্রবল।
বিজ্ঞানী স্টিফেন হকিং অনেক দিন ধরেই দাবি করছেন ভিনগ্রহীরা রয়েছে। হকিংয়ের গবেষণালব্ধ দাবিই বাস্তব হওয়ার মুখে। NASA জানিয়েছে, এই গ্রহগুলি ৪০ আলোকবর্ষেরও কম দূরত্বে রয়েছে। বুধবার রাতে এই আবিষ্কারের কথা ঘোষণা হতেই তামাম দুনিয়ায় আলোড়ন পড়ে যায়। Trappist-1 নামে একটি বামন নক্ষত্রকে ঘিরে রয়েছে এই সাতটি গ্রহ ।
Trappist-1-এর আয়তন বৃহস্পতির মাপের। বিজ্ঞানীরা জানাচ্ছেন, ৭টি গ্রহের মধ্যে তিনটিতে জল থাকতে পারে। আর জল থাকলে প্রাণও থাকবে।
বিজ্ঞানীরা বলছেন, প্রাণ কিনা তা বোঝা যাবে গ্রহগুলির আবহাওয়া ও পরিবেশ নিয়ে গবেষণার পর। তবে প্রাণ থাকার সম্ভাবনাই বেশি। ইউনিভার্সিটি অফ কেমব্রিজের গবেষক আমওরি ট্রিয়উডের কথায়, 'পৃথিবীর বাইরে প্রাণের খোঁজে আমাদের এটা বড়সড় পদক্ষেপ।' ম্যাসাচুসেটস ইন্সস্টিটিউট অফ টেকনোলজি-র বিজ্ঞানী সারা সিগারের কথায়, 'গ্রহ-সন্ধানের ইতিহাস বলছে, যদি একটি গ্রহ আবিষ্কার হয়, তাহলে সেখানে আরও বহু গ্রহ থাকবে।'
NASA-র গবেষক থমাস জুরবুচেনের মতে, এই আবিষ্কার থেকে একটা ইঙ্গিত স্পষ্ট, দ্বিতীয় পৃথিবী রয়েছে। কিন্তু সেই বহু চর্চিত প্রশ্নটাই আবার উস্কে দিচ্ছে, 'আমরা কি সেখানে একা? নাকি আরও কেউ রয়েছে? প্রশ্নটির উত্তর পেতেই আমরা এগোচ্ছি। মনে হয়, উত্তরে কাছাকাছি পৌঁছে গিয়েছি।'
বিজ্ঞানীর দেখেছেন, সাতটি গ্রহের 'সূর্য' হল Trappist-1। গবেষকদের মতে, যদি গ্রহগুলির মধ্যে একটিতেও পৃথিবীর মতো আবহাওয়া থাকে, তাহলে প্রাণও থাকবে, নিশ্চিত।
0 comments:
Post a Comment