JanaSoftR

Saturday, 16 December 2017

প্রেমিকের সঙ্গে ঘনিষ্ট মা, দেখে ফেলায় মায়ের হাতে খুন ছয় বছরের মেয়ে



প্রেমিকের সঙ্গে ঘনিষ্ট অবস্থায় দেখে ফেলেছিল ছয় বছরের মেয়েটি। বাবাকে বিষয়টি জানিয়ে দেওয়ার কথা সে জানিয়েছিল তার মাকে। শেষে সেই 'অপরাধেই' মায়ের হাতে খুন হতে হল সেই একরত্তি শিশুটিকে। বুধবার রাতে এমনই এক ঘটনা ঘটে পূর্ব দিল্লির গাজিপুরে।

পুলিশ সূত্রে খবর, এই ঘটনাটি যাতে জানাজানি না হয়, তাই প্রেমিককে নিয়ে মেয়ে খুন করে ওই মহিলা। গলার নলি কেটে খুন করা হয় বলে জানা গিয়েছে। এই ঘটনায় অভিযুক্ত মা ও তার প্রেমিক সুধীরকে গ্রেফতার করেছে পুলিশ।

প্রতিবেশীদের কাছ থেকে জানা গিয়েছে, ২৯ বছরের ওই মহিলার দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। স্বামী ঠেলাগাড়ি চালান। অনেক দিন ধরেই সুধীরের সঙ্গে তার সম্পর্ক ছিল। ওই এলাকাতেই থাকত সে। দিনমজুরের কাজ করে সে। প্রতিনিয়তই মহিলার বাড়িতে তাকে দেখা যেত।

পুলিশ সূত্রে, বুধবার রাতে মহিলার স্বামী মদ্যপান করতে কাছে কোথাও গিয়েছিলেন। বাড়িতে দুই ছেলে টিভি দেখছিল। সেই সময় বাড়িতে আসে সুধীর। তাঁদের দু’জনকে ঘনিষ্ঠ অবস্থায় দেখতে পায় তার মেয়ে। পরে তার বাবাকে জানিয়ে দেবে বলে জানায় ওই মেয়েটি।

এর পরই সুখেনের সঙ্গে ছক কষে খুন করা হয় মেয়েটিকে। বাড়ি থেকে বেরিয়ে যায় সুধীর। মেয়েকে খুঁজে পাচ্ছেন না বলে দাবি করে পড়শিদের কাছে বিষয়টি জানান মহিলা। শেষে জানানো হয় পুলিশকে। এরপর পাশের বাড়ির ছাদ থেকে উদ্ধার হয় মেয়েটির রক্তাক্ত দেহ। হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিত্সকরা।

এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, ‘তদন্তের প্রথম দিকে অভিযুক্ত মহিলা চুপ করে থাকলেও অবশেষে জেরায় খুনের কথা স্বীকার করে।’
JanaSoftR
Share This:   Facebook   Twitter   Google+   Stumble   Digg    Whatsapp




0 comments:

Post a Comment