JanaSoftR

Monday, 23 January 2017

নির্দিষ্ট দিনেই হবে বাজেট: সুপ্রিম কোর্ট



নয়াদিল্লি:  একেবারে পাঁচ রাজ্যে ভোটের আগে পয়লা ফেব্রুয়ারিতে কেন্দ্রীয় বাজেটের দিন পরিবর্তন করার আর্জি খারিজ করল সুপ্রিম কোর্ট৷ প্রধান বিচারপতি জে এস খেলহার এবং বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়কে নিয়ে গঠিত বেঞ্চের কাছে আবেদন করা হয়েছিল এই মর্মে যে ভোটের আগে ওইদিনে বাজেটর পেশ হলে নির্বাচনী আচরণবিধি লঙ্খন করা হবে৷ কিন্তু আদালত জানিয়েছে, কেন্দ্রীয় বাজেট ঘোষণা রাজ্যের ভোটে মানুষের মনকে প্রভাবিত করে না৷


এই জনস্বার্থ মামলাটি করেছিলেন অ্যাডভোকেট এম এল শর্মা, যিনি আবেদনে জানিয়েছিলেন, কেন্দ্রকে যেন নির্দেশ দেওয়া হয় প্রস্তাবিত ফেব্রুয়ারি মাসের বদলে যেন পরে তা পেশ করা হয়৷ তাছাড়া দাবি করা হয়েছিল ভোট পর্ব না মেটা পর্যন্ত যেন কেন্দ্র কোনও রকম ছাড় কর্মসূচি ইত্যাদি ঘোষণা করতে না পারে৷
প্রসঙ্গত, ৪জানুয়ারি নির্বাচন কমিশন উত্তরপ্রদেশসহ পাঁচ রাজ্যে নির্বাচনী নির্ঘন্ট  প্রকাশ করে ৷ যদিও কেন্দ্র ৩১ জানুয়ারি থেকে বাজেট অধিবেশন শুরু করে পরের দিনই ২০১৭-১৮ অর্থবর্ষের বাজেট পেশ করার সিদ্ধান্ত নেয়৷
JanaSoftR
Share This:   Facebook   Twitter   Google+   Stumble   Digg    Whatsapp




0 comments:

Post a Comment