JanaSoftR

Sunday, 20 August 2017

হাসপাতালে ভরতি মদন, রাস্তায় ফেলে ব্যাপক মার, অভিযুক্ত তৃণমূল



 বিজেপি নেতাকে মারধরের অভিযোগ উঠল শাসক দলের বিরুদ্ধে৷বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে হুগলির আরামবাগে৷গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভরতি মদন বাগ নামে বিজেপির ওই নেতা৷অভিযোগ অস্বীকার তৃণমূল কংগ্রেসের৷

অভিযোগ আগামী ২১ তারিখ জেল ভরো আন্দোলনের ডাক দিয়েছে হুগলির জেলা বিজেপি৷ তার প্রস্তুতির জন্য বৃহস্পতিবার রাতে পোস্টার সাঁটাচ্ছিলেন বিজেপি নেতা মদন বাগ৷ তিনি আরামবাগে পুরশুরায় ১৬৯ বুথ সভাপতি ৷ অভিযোগ সেই সময় বাইকে করে বেশ কয়েকজন এসে তাঁর উপর চড়াও হয়৷ এই ধরনের পোস্টার এলাকায় দেওয়া যাবে না বলে দাবি করে বাইকে তারা৷ সেই দাবি না মানলেই মদনবাবুকে বেধড়ক মারধর করে বলে অভিযোগ৷ দুষ্কৃতিরা সকলেই শাসকদলের ছত্রছায়ায় রয়েছে বলে দাবি করে বিজেপি নেতৃত্ব৷ এমনকী তাঁকে স্থানীয় তৃণমূল পার্টি অফিসে নিয়ে গিয়েও মাথায় বন্দুক ঠেকিয়ে ব্যাপক মারধর করা হয়৷পরে তাঁকে রাস্তায় রাস্তায় ফেলে দেওয়া হয় বলেও দাবি করেছে বিজেপি৷

ঘটনা জানার পর সেখানে বিজেপি কর্মীরা গিয়ে মদন বাগকে উদ্ধার করে৷ এবং তাঁকে আরামবাগ হাসপাতালে ভরতি করা হয়৷বর্তমানে সেখানেই তাঁর চিকিৎসা চলছে৷ ঘটনা খতিয়ে দেখতে বিজেপির জেলা সভাপতি ভাস্কর ভট্টাচার্য্য আরামবাগ হাসপাতালে যান৷ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন তিনি৷ পাশাপাশি এসডিপিওর কাছে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে৷ সঙ্গে ছিলেন জেলা যুব সহ সভাপতি সুরেশ সাউ৷

এদিকে এই ধরনের অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল৷ শাসকদলের তরফে জানানো হয়েছে এই সব মিথ্যে কথা৷ নিজেদের মধ্যে মারামারি করে তৃণমূল কংগ্রেসের নাম খারাপ করার চেষ্টা করা হচ্ছে৷
JanaSoftR
Share This:   Facebook   Twitter   Google+   Stumble   Digg    Whatsapp




0 comments:

Post a Comment