JanaSoftR

Thursday, 31 August 2017

কোর্টে রাম রহিম বলেছিলেন, তিনি নপুংসক। তাহলে কী ভাবেই বা তিনি ৯ বছর পর ধর্ষণ করতে পারেন?



বাবা রাম রহিম নাকি ১৯৯০ সাল থেকেই নপুংসক!

নপুংসক যখন, তখন কী ভাবেই বা তিনি ৯ বছর পর ধর্ষণ করতে পারেন?

১৯৯৯ সালে দু’-দু’টি ধর্ষণের মামলায় অভিযুক্ত বাবার আইনজীবী সিবিআই আদালতে শুনানির সময় ওই অজুহাত দেখিয়েই ধর্ষণের অভিযোগ উড়িয়ে দিতে চেয়েছিলেন।

পারেননি। কারণ, সিবিআই বিচারকের পাল্টা প্রশ্ন ছিল, ‘‘তা হলে আপনার দু’-দু’টো মেয়ে হল কী ভাবে?’’

সচ্চা সৌদা ডেরার দুই সাধ্বী বাবার বিরুদ্ধে ধর্ষণের দু’-দু’টি মামলা দায়ের করেছিলেন ’৯৯ সালের অগস্ট ও সেপ্টেম্বরে। শুনানির সময় সিবিআই বিচারক জগদীপ কুমারকে তাঁর জবানবন্দি দিতে গিয়ে বাবা বলেছিলেন, ‘‘আমি ধর্ষণ করব কী ভাবে? আমি তো ’৯০ সাল থেকেই নপুংসক। আমি তো কারও সঙ্গে সঙ্গমই করতে পারি না।’’

কিন্তু বাবার যুক্তি ধোপে টেঁকেনি আদালতে। তারই এক সাক্ষীর দেওয়া সাক্ষ্যেই মিথ্যেটা ফাঁস হয়ে যায়।
JanaSoftR
Share This:   Facebook   Twitter   Google+   Stumble   Digg    Whatsapp




0 comments:

Post a Comment