JanaSoftR

Tuesday, 15 August 2017

দেশে থাকা অবৈধ রোহিঙ্গা মুসলিমদের দেশছাড়া করবে কেন্দ্র



অবৈধভাবে আসা রোহিঙ্গা মুসলিমরা দেশের নিরাপত্তার জন্য বিপজ্জনক। তাই ভারত থেকে অবৈধ মুসলিমদের বের করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। তাদের চিহ্নিত করে দেশছাড়া করা হবে বলে জানা গিয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রকের তরফ থেকে দেওয়া একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অবৈধভাবে প্রবেশ করা মুসলিমরা ভারতীয় নাগরিকদের অসুবিধা তৈরি করছেন তো বটেই, পাশাপাশি, দেশের নিরাপত্তার জন্যও বিপজ্জনক হয়ে উঠেছে। আরও বলা হয়েছে যে, গত কয়েক দশকে সন্ত্রাসবাদের ঘটনা যেভাবে বেড়েছে তাতে আশঙ্কা তৈরি হচ্ছে। বেশিরভাগ ক্ষেত্রেই অনুপ্রবেশকারীদে জঙ্গিদলে যোগ দিতে দেখা যায়।

স্বরাষ্ট্রমন্ত্রকের দাবি, অর্থনৈতিক ও রাজনৈতিক কারণে অনেক সময়েই প্রতিবেশী দেশগুলি থেকে ভারতে অনুপ্রবেশ করতে দেখা যায়। এদের সঙ্গে ভারতীয়দের সাংস্কৃতিক মিল থাকায় সেটা সবসময় চোখে পড়ে না। তাই অবৈধ অনুপ্রবেশকারীদের চিহ্নিত করতে টাস্ক ফোর্স গঠন করতে বলেছে কেন্দ্র।

গোয়েন্দারা জানিয়েছেন, কাশ্মীরে জঙ্গি সংগঠনে যোগ দিচ্ছে এই রোহিঙ্গা মুসলিমরা। ইন্ডিয়ান মুজাহিদীন, লস্ক-ই-তইবার সদস্য হিসেবে কাজ করে এরা।

জানা গিয়েছে, ৫,৫০০-৫,৭০০ রোহিঙ্গা শুধু জম্মুতেই রয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রকের আশঙ্কা, ঠিকমত গণনা হলে এই সংখ্যা ১০,০০০ থেকে ১১,০০০ দাঁড়াবে। গোটা ভারতের প্রেক্ষিতে জম্মুতে জড় হওয়া এই রোহিঙ্গাদের সংখ্যা অস্বাভাবিক বেশি বলে মনে করছে স্বরাষ্ট্রমন্ত্রক। কিছুদিন আগে তাদের বস্তিতে তল্লাশি চালিয়ে আধার কার্ড সহ বেশ কিছু পরিচয়পত্র উদ্ধার করে পুলিশ।
JanaSoftR
Share This:   Facebook   Twitter   Google+   Stumble   Digg    Whatsapp




0 comments:

Post a Comment