জিও-র বাজারে আসা ইস্তক খোলা ময়দানে লড়াইএ নেমেছে অন্যান্য টেলি পরিষেবা সংস্থাগুলি ৷ এ ব্যাপারে কেনই বা পিছিয়ে থাকবে ভোডাফোনের মতো পুরোনো টেলিভিশন পরিষেবা সংস্থা।জেনওয়াইন ডাটা হাঙ্গার দের জন্য এবার শুধু ৪জি ডেটা নয়, ২জি এবং ৩জি গ্রাহকদের জন্য আনলিমিটেড ডেটা অফার হাজির ভোডাফোন ইন্ডিয়া ৷
এবার মাত্র ৫ টাকায় আনলিমিটেড ডেটা পরিষেবা দেবে ভোডাফোন । ২জি গ্রাহকদের জন্য মাত্র ৫ টাকায় আনলিমিটেড ডেটা অফার পাওয়ার যাবে। ৩জি গ্রাহকেরা ১৯ টাকায় আনলিমিটেড ডেটা অফার পাবেন । তবে এই দুটি অফারই আগামী ১ ঘণ্টা পর্যন্ত বৈধ থাকবে।আরো বেশিদিনের আনলিমিটেড ডেটা পাওয়ার প্যাক হল ২৫৩ এবং ৩৪৫ টাকা ৷ দুটি প্যাকই বৈধতা ২৮ দিনের জন্য ৷
২৫৩ টাকার রিচার্জে সারা মাস পাওয়া যাবে আনলিমিটেড ২জি ডেটা ৷ এছাড়া ৩৪৫ টাকা দিয়ে রিচার্জে পাওয়া যাবে লোকাল+ এসটিডি প্রতিদিন ১জিবি করে ডেটা ৷ শুধু ডেটাতেই নয়, কল চার্জেও থাকছে অফার ৷ মাত্র ১৭ টাকা দিয়ে রিচার্জ করলেই মাত্র ৩০ পয়সায় প্রতি মিনিট খরচ হবে লোকাল এবং এসটিডি কলে ৷ অফারটির বৈধতা ৯০ দিনের জন্য ৷
0 comments:
Post a Comment