দাউদ যে পাকিস্তানেই আছে, সরাসরি না হলেও সেকথা জানালেন পাকিস্তানের প্রাক্তন প্রেসিডেন্ট পারভেজ মুশারফ৷ পাকিস্তানের একটি টেলিভিশন চ্যানেলের সঙ্গে সাক্ষাত্কারে একথা জানিয়েছেন তিনি৷
সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাত্কারে তিনি জানিয়েছেন, “ভারত অনেকদিন ধরে পাকিস্তানকে দোষারোপ করে আসছে৷ এখন কেন আমরা ভালো হব আর ওদের সাহায্য করব? আমি জানি না দাউদ কোথায় আছে৷ হয়তো এখানে আছে, বা অন্য কোথাও আছে৷ ভারত মুসলিমদের মেরে ফেলছে আর দাউদ প্রতিক্রিয়া জানাচ্ছে৷”
ভারতের আশঙ্কা গ্লোবাল টেররিস্ট, মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল দাউদ ইব্রাহিম পাকিস্তানেই কোনওখানে লুকিয়ে আছে৷ সেখান থেকেই সে তার কাজকর্ম চালাচ্ছে৷ অনুমান, করাচিই তার কার্যকলাপের কেন্দ্র৷ সেখানকার পালাতিয়াল হাউস থেকেই গ্যাং পরিচালনা করেন দাউদ৷ ১৯৯৩ সালে মুম্বইয়ে যে পরপর বিস্ফোরণগুলি হয়েছিল, তাতে হাত ছিল দাউদের৷ এরপরই সে ভারত ছেড়ে করাচি চলে যায় বলে মনে করা হয়৷ তারপর গত ১০ বছর ধরে নয়াদিল্লির পক্ষ থেকে ইসলামাবাদকে দাউদকে ভারতের হাতে তুলে দেওয়ার অনুরোধ করা হচ্ছে৷ ইসলামাবাদকে এও জানানো হয়েছে, ভারতে একাধিক অপরাধে অভিযুক্ত দাউদ৷ তার বিচার চাইছে মানুষ৷ তাই তাকে ভারতের হাতে তুলে দেওয়া হোক৷ কিন্তু বারবার বলা সত্ত্বেও মাথা ঘামায়নি ইসলামাবাদ৷
ভারত এও অভিযোগ তোলে পাকিস্তান আল-কায়েদা প্রধান ওসামা বিন লাদেনকেও আশ্রয় দিয়েছে৷ তখন পাকিস্তান সেই অভিযোগ অস্বীকার করে৷ তারপর ২০১১ সালের ২ মে একটি স্পেশাল অপারেশনে মার্কিন নেভি ওসামাকে মেরে ফেলে৷ এনিয়ে যখন পাকিস্তানকে জিজ্ঞাসা করা হয়, মুশারফ বলেন, “আমাদের মানুষের বুদ্ধি আছে৷ যখন ওসামাকে মারা হয়, কেউ জানতই না ও ওসামা৷এলাকার মানুষ ওকে ড্রাগ ডিলার মনে করত৷”
পাকিস্তানকে নিয়ে বরাবর সমস্যায় ভুগছে ভারত৷ একাধিকবার ভারতের তরফে পাকিস্তানের বিরুদ্ধে অভিযোগ তোলা হয়েছে৷ স্বরাষ্ট্রসচিব রাজীব মেহঋষি জানিয়েছেন, জম্মু ও কাশ্মীরে ক্রমাগত সন্ত্রাস চলছে৷ ওই সন্ত্রাসের আর্থিক মদত আসছে পাকিস্তান থেকে৷ সন্ত্রাসে আর্থিক মদত দেওয়ার জন্য দেওয়ার জন্য যদি NIA হুরিয়ত কনফারেন্সের নেতাদের গ্রেফতার করতে চায়, তাহলে করতেই পারে৷ কেন্দ্র তাতে কোনও রকম হস্তক্ষেপ করবে না৷ “পাকিস্তান দুর্বৃত্তদের দেশ৷ সন্ত্রাসবাদের দেশ৷ অপরাধী ও সন্ত্রাসবাদীদের মধ্যমণি৷ গোটা পৃথিবী খুব শিগগিরই তা বুঝতে পারবে৷” বলেছেন তিনি৷
0 comments:
Post a Comment