এবার রিচার্জ প্রতি ক্যাশব্যাক ঘোষণা করল রিলায়েন্স Jio। Amazon, PhonePe-এর পাশাপাশি Paytm-এও Jio রিচার্জে ক্যাশব্যাক রয়েছে।
তবে ₹৩০০-র উপর রিচার্জেই এই ক্যাশব্যাক মিলবে গ্রাহকদের। এই মুহূর্তে ₹৩০০-র উপর ৮টি রিচার্জ প্ল্যান রয়েছে। প্ল্যানগুলি হল- ₹৩০৯, ₹৩৪৯, ₹৩৯৯, ₹৫০৯, ₹৯৯৯, ₹১,৯৯৯, ₹৪,৯৯৯ এবং ₹৯,৯৯৯।
কোথায় রিচার্জে কত ক্যাশব্যাক?
PhonePe
১) ₹৭৫ ক্যাশব্যাক Jio-র প্রি-পেড রিচার্জে।
২) ১৪ থেকে ২১ অগস্ট পর্যন্ত অফার ভ্যালিড।
৩) Jio অ্যাকাউন্ট প্রতি একবারই অফার ব্যবহার করা যাবে।
৪) ইতিমধ্যেই Jio প্রি-পেডে ₹৫০ ক্যাশব্যাক নিয়ে নেওয়া গ্রাহকদের জন্য অফার প্রযোজ্য নয়।
Paytm
১) ₹৩০০-র উপর রিচার্জে ₹৭৬ ক্যাশব্যাক।
২) ₹১০০-র উপর রিচার্জে ₹১৫ ক্যাশব্যাক।
৩) ক্যাশব্যাক পেতে PAYTMJIO প্রোমো-কোড ব্যবহার করতে হবে।
Amazon
১) ₹৩০৯ বা তার বেশি রিচার্জে ₹৯৯ ক্যাশব্যাক।
২) Amazon Pay ব্যবহার করে প্রথম Jio রিচার্জেই এই অফার মিলবে।
৩) রিচার্জের ৭ দিনের মধ্যে ক্যাশব্যাক মিলবে।
৪) ১৪ অগস্ট থেকে ১৯ অগস্ট পর্যন্ত অফার বৈধ।
শুধু এই নয়, ₹৯৯-এর ক্যাশব্যাকের পরও অতিরিক্ত ২০% ক্যাশব্যাকের সুযোগ দিচ্ছে Amazon Pay। ৩০ নভেম্বর পর্যন্ত সমপরিমাণ রিচার্জে এই অফার মিলবে। এই অফারে মোট ₹৩০০ ক্যাশব্যাক পেতে পারেন কোনও গ্রাহক।
0 comments:
Post a Comment