JanaSoftR

Sunday, 20 August 2017

NSHM কলেজের হস্টেলে ছাত্রীর ঝুলন্ত দেহ



দুর্গাপুরে NSHM কলেজের সেকেন্ড ইয়ারের এক ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার হল হস্টেল থেকে। মৃতের নাম সুরভি সুমন। তাঁর বাড়ি বিহারের মুজ়ফ্ফরপুরে।

আজ সকালে হস্টেলের কমন স্টাডি রুমে ওই ছাত্রীর ঝুলন্ত দেহ দেখতে পান অন্যরা। সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়নার ফাঁস লাগিয়ে ঝুলছিল তাঁর দেহ। খবর পেয়ে দেহ উদ্ধার করে কাঁকসা থানার পুলিশ। মৃতদেহ ময়নাতদন্তের জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। মৃত ছাত্রীর মোবাইল বাজেয়াপ্ত করেছে পুলিশ। কলেজ কর্তৃপক্ষ সুরভির পরিবারকে খবর দিয়েছে।

সুরভি MBA-এর সেকেন্ড ইয়ারের ছাত্রী ছিলেন। তাঁর সহপাঠীরা জানান, পড়াশোনায় খারাপ ছিলেন না সুরভি। কী করে এমন ঘটনা ঘটল, তাঁরা বুঝতে পারছেন না।

কলেজের প্রিন্সিপ্যাল অমিতাভ দে বলেন, কী কারণে সুরভি আত্মহত্যা করল, তা বুঝতে পারছি না। পুলিশ তদন্ত করছে।
JanaSoftR
Share This:   Facebook   Twitter   Google+   Stumble   Digg    Whatsapp




0 comments:

Post a Comment