যদি ভারতীয় বায়ুসেনার জন্য লকহিড মার্টিনের কাছ থেকে F-16 ফাইটার জেট কেনার অফার আসে, তাহলে সেসব যুদ্ধবিমান বানানো হবে ভারতের মাটিতেই। এমনটাই জানিয়েছে মার্কিন সংস্থার এক আধিকারিক। মার্কিন সংস্থা লকহিড মার্টিন ও সুই সংস্থা ‘সাব’-এর মধ্যে এই অর্ডার নিয়ে চলছে প্রতিযোগিতা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘মেড ইন ইন্ডিয়া’র আওতায় ভারতে অন্তত ১০০টি ফাইটার জেট তৈরি হবে।
F-16-এর বিজনেস ডেভেলপমেন্টের দায়িত্বে থাকা আধিকারিক র্যান্ডাল এল হওয়ার্ড জানিয়েছেন, ভারতকে F-16-এর প্রোডাকশন সেন্টার তৈরি করতে চাইছে লকহিড। অর্থাৎ কিনা, শুধু ভারতের জন্য নয় বিশ্বের অন্যান্য দেশের জন্যও যুদ্ধবিমান তৈরি হবে ভারতের মাটিতেই। টেক্সাসে এই F-16-এর প্রোডাকশন বন্ধ করছে আমেরিকা। আপাতত নতুন অর্ডার নেওয়া হচ্ছে সাউথ ক্যারোলিনার নতুন সেন্টারে। তবে ক্রমশ সব বিমান ভারতে তৈরি করার পরিকল্পনা রয়েছে বলে জানা গিয়েছে। রয়টার্সকে এমন তথ্যই দিয়েছেন হওয়ার্ড।
হওয়ার্ড বলেছেন, ‘ভারতের কাছে আমাদের প্রস্তাব রয়েছে, তারা যদি আমাদের সংস্থা থেকে যুদ্ধবিমান কেনে তাহলে বিশ্ববাজারের জন্য যুদ্ধবিমান তৈরি করা হবে ভারতেই। তৈরি হবে একটি সিঙ্গল প্রোডাকশন লাইন।’ প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, ভারত আগামী কয়েকদিনের মধ্যেই লকহিড মার্টিন ও সাব দুই সংস্থাকে তাদের ডিজাইন ও পরিকল্পনার কথা জানাতে বলবে। এরপর এক নয়া স্ট্র্যাটেজিক পার্টনারশিপে তৈরি হবে ওইসব যুদ্ধবিমান। কয়েক দশক ধরে ভারত এভাবেই নিজেদের দেশের মাটিতে যুদ্ধবিমান তৈরি করার স্বপ্ন দেখেছে। এবার বোধহয় সেই স্বপ্নই সত্যি হতে চলেছে।
লোকাল পার্টনার হিসেবে টাটাকে বেছে নিয়েছে লকহিড। ১২ বিলিয়ন ডলারের এই বরাত পাওয়ার জন্য মার্কিন সংস্থা লকহিড ভারতের টাটা অ্যাডভান্স সিস্টেম লিমিটেডের সঙ্গে গাঁটছড়া বেঁধে নিলামে অংশগ্রহণ করছে। এক্ষেত্রে, ওই সংস্থার প্রতিযোগী হিসেবে থাকছে ‘গ্রিপেন ফাইটার জেট’-এর নির্মাতা সুইডিস সংস্থা SAAB. গত জুন মাসে প্যারিস এয়ার শো-তে F-16 যুদ্ধবিমান প্রদর্শিত হওয়ার পরেই মার্কিন সংস্থার সিইও মেরিলিন হিউসনের সঙ্গে দেখা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই চুক্তি হলে ভারত ও আমেরিকা দুই দেশই যথেষ্ট উপকৃত হবে। আরও জানা গিয়েছে, বিশ্ব জুড়ে অন্তত ৩০০০ F-16 ফাইটার জেট রয়েছে। আর চুক্তি সম্পূর্ণ হলে সেই সব যুদ্ধবিমানের সার্ভিসিং হবে ভারতে। F-16 বিশ্বের সবথেকে সফল মাল্টি-রোল ফাইটার জেট। এই চুক্তি হলে, ভারতে প্রচুর কর্মসংস্থান হবে। চুক্তি কার্যকর হলে হায়দরাবাদে তৈরি হবে এই যুদ্ধবিমানগুলি।
0 comments:
Post a Comment