লন্ডন : বাকিংহাম প্যালেসের বাইরে থেকে গ্রেফতার করা হল এক ব্যক্তিকে৷ প্রকাশ্যে তলোয়ার বের করা ও ২ পুলিশ অফিসারকে হেনস্তা করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে৷
ওই ব্যক্তি একটি গাড়ি নিয়ে প্যালেসের দিকে আসে৷ বাকিংহাম প্যালেসের ঠিক সামনে সে গাড়ি এনে দাঁড় করায়৷ তারপর খাপ থেকে ৪ ফিট লম্বা তলোয়ার বের করে৷ মুখে ছিল “আল্লাহ আকবর” স্লোগান৷ এরপর ২ পুলিশ অফিসারকে সে হেনস্তা করে বলে অভিযোগ৷ তখনই তাকে গ্রেফতার করা হয়৷
পুলিশ জানিয়েছে, ওই ব্যক্তিকে এখন সন্ত্রাসবাদ দমন শাখার পুলিশের অধীনে রাখা হয়েছে৷ গাড়িটি সেই চালাচ্ছিল৷ সে ছাড়া গাড়িতে আর কেউ ছিল না৷ পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ শুরু করলে সে জনতার সামনেই খোলা তলোয়ার বের করে৷ তারপর আর অপেক্ষা না করে তাকে গ্রেফতার করা হয়৷ হাতাহাতিতে পুলিশ অফিসাররা আহত হন৷
তাকে মরিচগুঁড়োর সাহায্যে কাবু করে গ্রেফতার করা হয়৷
0 comments:
Post a Comment