খয়রাশোল থানার পাঁচড়া গ্রাম পঞ্চায়েত অফিস চত্বরে প্রায় ১ লাখ ৩৬ হাজার টাকা ব্যয় করে নেতাজির একটি আবক্ষ মূর্তি তৈরি করা হয়। ঠিক ছিল আজ সকালে প্রশাসনের উপস্থিতিতে মূর্তিটি উন্মোচন করা হবে। কিন্তু তার আগেই রাতের অন্ধকারে নেতাজির মূর্তির মাথায় আলকাতরা লাগিয়ে দেয় অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা। শুধু তাই নয়, ভেঙে দেওয়া হয়েছে মূর্তির নাক।
আজ সকালে বিষয়টি প্রথম নজরে আসে পঞ্চায়েতের চতুর্থ শ্রেণির কর্মী দীনবন্ধু দাসের। তিনিই খবর দেন প্রধানকে। পঞ্চায়েতের সামনে জড়ো হন প্রধান, সদস্য ও স্থানীয় বাসিন্দারা। খবর যায় খয়রাশোল থানায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
স্থানীয় বাসিন্দা আশিস ঘোষ বলেন, “যারা এমন কাজ করেছে, তারা দেশদ্রোহী। তাদের কঠোর শাস্তি হওয়া উচিত। প্রশাসন ব্যবস্থা না নিলে আমরা আন্দোলনে নামব।”
পঞ্চায়েত প্রধান সোনালি বক্সি বলেন, “আমরা এবার ৭১-তম স্বাধীনতা দিবস ধূমধামের সঙ্গে পালন করার জন্য নেতাজির মূর্তি বসিয়েছিলাম। কিন্তু দুষ্কৃতীরা এমন নোংরা কাজ করতে পারে স্বপ্নেও ভাবতে পারছি না। ওরা দেশদ্রোহী। পুলিশকে তদন্ত করে দুষ্কৃতীদের খুঁজে বের করতে বলেছি।”
0 comments:
Post a Comment