চরম নির্মমতার নজির গড়ল উত্তরপ্রদেশ৷ স্বামীর সঙ্গে যৌনসঙ্গমে রাজি না হওয়ায় চলল স্ত্রীয়ের উপর অকথ্য অত্যাচার৷ যৌনাঙ্গে অ্যাসিড ঢেলে দেওয়া হল৷ আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে তাকে৷ পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে৷ এই ঘটনায় ক্ষোভে ফেটে পরেছে স্থানীয় বাসিন্দারা৷
পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রায় প্রতি রাতেই স্ত্রীয়ের উপর অমানবিক অত্যাচার চালাত স্বামী৷ জোর করে তার উপর চড়াও হয়ে যৌনসঙ্গমে বাধ্য করত স্ত্রীকে৷ যদি যৌনসঙ্গম করতে রাজি না হত স্ত্রী, তাহলে অত্যাচারের পরিমাণ বেড়ে যেত আরও৷ কিন্তু সোমবার রাতে এই অত্যাচার চরমে পৌঁছায়৷ যৌনসঙ্গমে বাধ্য করা হয় ওই মহিলাকে৷ আর তাতে রাজি না হওয়াতেই মহিলার গোপনাঙ্গে অ্যাসিড ঢেলে দেয় স্বামী৷
জানা গিয়েছে, প্রায় ছয় বছর আগে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হয়৷ উত্তরপ্রদেশের কোতোয়ালি গ্রামের বাসিন্দা তারা৷ তাদের দুই সন্তানও রয়েছে৷ বিয়ের পর পর সুখের জীবন থাকলেও৷ কয়েক মাস যেতে না যেতেই শুরু হয় অত্যাচার৷ স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, প্রায়ই স্বামী স্ত্রীয়ের মধ্যে বাগবিতন্ডা লেগেই থাকত৷ যৌনসঙ্গমে রাজি না হওয়াতে অত্যাচার মাঝে মধ্যেই মাত্রা ছাড়াত৷
স্থানীয় বাসিন্দারাই মহিলার বাবা মাকে খবর দেয়৷ তারাই এসে তাদের মেয়েকে হাসপাতালে ভর্তি করেন৷ ঘটনাস্থলে আসে পুলিশ৷ নির্যাতিতা মহিলার বাবা থানায় মেয়ের শ্বশুরবাড়ির বিরুদ্ধে অভিযোগ দায়ের করলেও এখনও অবধি অভিযুক্ত ব্যক্তিদের পাকড়াও করতে পারেনি পুলিশ৷
0 comments:
Post a Comment