ত্রিপুরায় বামেদের বড়সড় ধাক্কা। প্রচুর বাম সমর্থক যোগ দিল বিজেপিতে। উত্তর ত্রিপুরায় ৫১৪টি পরিবারের ১৬৬৯ জন সদস্য বিজেপিতে যোগ দিয়েছে। গত ১২ অক্টোবর বিজেপিতে যোগ দেয় ওই বাম সমর্থকেরা। ত্রিপুরায় বিজেপির রাজ্য সভাপতি বিপ্লব কুমার দেবের ওইদিন দুটি জনসভা ছিল, একটি জলেবাসায় ও আর একটি সাতনালায়। সেখানেই বিজেপির যোগ দেন নতুন সদস্যরা।
বিপ্লব দেব জানান, এই সিপিএম সমর্থকদের বিজেপিতে যোগ দেওয়ার বিষয়টি পূর্ব নির্ধারিত। এদিন শুধু আনুষ্ঠানিকভাবে যোগ দেন তাঁরা। অনুন্নয়নের জন্য এদিন রাজ্যের বাম সরকারের দিকে আঙুল তোলেন তিনি। রাজ্যে রবার শিল্প ও ফল ভিত্তিক শিল্পের উন্নয়নের সুযোগ রয়েছে বলেও উল্লেখ করেছেন তিনি। ওই সব শিল্প রাজ্যে এলে প্রচুর কর্মসংস্থান হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি। আর এই শিল্পেই ত্রিপুরার ভাগ্য বদলে যাবে বলে উল্লেখ করেন এই বিজেপি নেতা। বিজেপি ক্ষমতায় এলে এই সব শিল্পে উন্নয়ন হবে বলে দাবি করেন তিনি।
তাঁর আরও অভিযোগ, শিল্পের ক্ষেত্রে তেমন কোনও উৎসাহ নেই বাম নেতাদের। তারা এসব শিল্পের থেকে বেশি বিল্ডিং তৈরিতে টাকা খরচ করেন বলেও উল্লেখ করেন বিপ্লব দেব। তিনি আরও বলেন, এইসব নির্মাণে টাকা বাড়ে পার্টি ফান্ডে। বাম সরকারের জন্যই ত্রিপুরার যুব সম্প্রদায় চাকরি হারিয়েছে বলে উল্লেখ করেন তিনি। ত্রিপুরার উন্নয়নের ব্যাপক সুযোগ রয়েছে বলেও ব্যাখ্যা করেন তিনি।
বিজেপিতে নতুন যোগ দেওয়া সদস্যরা বলেন, তাঁরা কয়েক প্রজন্ম ধরে সিপিএমের সঙ্গে রয়েছেন। কিন্তু, প্রত্যেকবারই তাঁরা প্রতারিত হয়েছেন। আর এখন তাঁদের পরিবারের হত দরিদ্র অবস্থা, তাই তাঁরা বিজেপিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
0 comments:
Post a Comment