JanaSoftR

Sunday, 24 September 2017

উংসবের মুখে হু হু করে কমতে শুরু করেছে পেট্রোল ও ডিজেলের দাম’



উংসবের মুখে পেট্রোল ও ডিজেলের দাম কমতে শুরু করেছে৷ এমনটাই দাবী পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস দফতরের মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের৷ তিনি বলেন, আগামী দিনগুলিতে তেলের দাম কমার প্রবণতা থাকবে৷ দাম কমলে স্বাভাবিকভাবেই স্বস্তি পাবে আম জনতা৷

মন্ত্রীর এই দাবীর সঙ্গে অবশ্য বাস্তবের কোন মিল খুজে পাচ্ছেন না আম জনতা৷ এমনটাই অভি়যোগ তাদের৷ পেট্রোল ও ডিজেলের উর্ধ্বমুখী দামের জেরে নাভিশ্বাস হওয়ার যোগাড় তাদের৷ এদিনই মুম্বইতে পেট্রোলের দাম বেড়ে যাওয়া ও নিত্য প্রয়োজনীয় জিনিসের মুল্যবৃদ্ধির জেরে বিক্ষোভ দেখিয়েছে শিবসেনা৷ এদিকে নিজের দাবীতে অটল কেন্দ্রীয় মন্ত্রী৷ পরিসংখ্যান তুলে ধরে তিনি বলেন, ‘‘গত দু’দিনে পেট্রোলের দাম কয়েক পয়সা কমেছে৷ ২১শে সেপ্টেম্বর থেকে ২৩শে সেপ্টেম্বর অবধি ১০ পয়সা পেট্রোলের দাম কমেছে৷’’

পেট্রোলের দাম কমার কারণ হিসাবে মন্ত্রী বলেন, আমেরিকাতে একের পর এক হারিকেনের জেরে পেট্রোল ও ডিজেলের দামের উপর প্রভাব পড়তে শুরু করেছে৷ যার ফলে ভারতে তেলের দাম কমতে শুরু করেছে৷ এই দাম আগামীদিনে আরও কমতে পারে৷

পেট্রোলিয়াম প্ল্যানিং ও অ্যানালিসিস সেলের রিপোর্টও একই কথা বলছে৷ রিপোর্টে বলা হয়েছে, ২১শে সেপ্টেম্বর থেকে ২৩শে সেপ্টেম্বর পর্যন্ত ১০ পয়সা তেলের দাম কমেছে৷ তেলের দামের ওঠা-পড়া ব্যবস্থা নিয়মিতভাবে পর্যবেক্ষণ করার পর ২১শে সেপ্টেম্বর তেলের দাম ছিল সর্বোচ্চ৷ আজ ২৩শে সেপ্টেম্বর দিল্লি, মুম্বই, চেন্নাই ও কলকাতায় পেট্রোলের দাম যথাক্রমে ৭০.৪৮, ৭৯.৫৩, ৭৩ এবং ৭৩.১৬ টাকা৷ ২১শে সেপ্টেম্বর তেলের দাম আরও ১০ পয়সা করে বেশি ছিল৷

এদিন একটি অনুষ্ঠানে যোগ দিতে গুজরাত আসেন পেট্রোলিয়াম মন্ত্রী৷ সেখানে পণ্য পরিষেবা করের আওতায় পেট্রোল ও ডিজেলের অর্ন্তভুক্তির পক্ষে সওয়াল করেন তিনি৷ বিভিন্ন মহল থেকে পেট্রোল ও ডিজেলকে পণ্য পরিষেবা করের আওতায় নিয়ে আসার দাবী তোলা হয়েছে৷ সেই দাবীর সঙ্গে একমত সরকারও৷ মন্ত্রী বলেন, সরকারও এই সিদ্ধান্তের পক্ষে৷ জিএসটি কাউন্সিলকে পেট্রোল জাতীয় প্রোডাক্টগুলিতে পণ্য পরিষেবা করের আওতায় আনা যায় সেই চেষ্টা করা হচ্ছে৷
JanaSoftR
Share This:   Facebook   Twitter   Google+   Stumble   Digg    Whatsapp




0 comments:

Post a Comment