ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পথ এবার তাহলে চিনও অনুসরণ করল? ভারতের স্বচ্ছ ভারত অভিযানের মতোই এবার চিন টয়লেট রেভলিউশন বা শৌচাগার বিপ্লব শুরু করেছে৷ এই বিপ্লবের বিষয়ে স্বয়ং চিনা প্রেসিডেন্ট জি জিংপিং জানিয়েছেন, সভ্য সমাজের জন্য এবং স্বচ্ছতার জন্য শৌচালয়ের উন্নতি প্রয়োজনীয়৷ শহর এবং গ্রাম উভয়ক্ষেত্রের উন্নতির ওপরেই জোর দেওয়ার নির্দেশ দিয়েছেন জিংপিং৷ তিনি আরও জানান, শৌচালয়ের সমস্যা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়৷
প্রসঙ্গত, স্বচ্ছ ভারত অভিযানের ভিত্তিতে প্রধানমন্ত্রী মোদী সমগ্র দেশে শৌচালয় স্থানের ওপর জোর দেন৷ এবং তা ব্যবহারের বিষয়ে জনসচেতনতার বৃদ্ধির দিকে নজর দেন৷ একটি সভ্য সমাজ গড়ে তোলার লক্ষ্যেই প্রধানমন্ত্রীর এই পদক্ষেপ উদ্বুদ্ধ করে অনেককেই৷
এদিকে চিন টয়লেট রেভলিউশন যোজনার জন্য তিন বিলিয়ন ডলারেরও বেশি অর্থব্যয়ের পরিকল্পনা রয়েছে বলে জানা গিয়েছে৷ ওয়ার্ল্ড ট্যুরিজম অরগানাইজেশন-এর মতে, প্রথম চার শীর্ষ দেশের মধ্যে চিন রয়েছে, যেখানে গত বছরে সবথেকে বেশি বিদেশী পর্যটকেরা এসেছে৷ ২০১৬ সালে ৫কোটি ৯৩লক্ষ পর্যটক গিয়েছিল৷ মনে করা হচ্ছে, এই কারণেই চিনের ন্যাশনাল ট্যুরিজম অ্যাডমিনিস্ট্রেশন অনুযায়ী, ২০২০সাল পর্যন্ত ৬৪,০০০ শৌচালয় তৈরি এবং তার উন্নয়নের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে৷