
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পথ এবার তাহলে চিনও অনুসরণ করল? ভারতের স্বচ্ছ ভারত অভিযানের মতোই এবার চিন টয়লেট রেভলিউশন বা শৌচাগার বিপ্লব শুরু করেছে৷ এই বিপ্লবের বিষয়ে স্বয়ং চিনা প্রেসিডেন্ট জি জিংপিং জানিয়েছেন, সভ্য সমাজের জন্য এবং স্বচ্ছতার জন্য শৌচালয়ের উন্নতি প্রয়োজনীয়৷ শহর এবং গ্রাম...