JanaSoftR

Tuesday, 4 April 2017

রামনবমী উপলক্ষে লাগানো গেরুয়া পতাকা ছেঁড়া হল ইসলামপুরে



রামনবমী উপলক্ষে এলাকায় লাগানো গেরুয়া পতাকা ছিঁড়ে দেওয়ার অভিযোগ উঠল। এই অভিযোগকে কেন্দ্র করে আজ ব্যাপক উত্তেজনা ছড়ায় ইসলামপুরে। দোষীদের শাস্তির দাবিতে বিশ্ব হিন্দু পরিষদের সদস্যরা ইসলামপুর স্টেশন রোড অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ইসলামপুর থানার পুলিশ ঘটনাস্থানে পৌঁছয়। পুলিশের হস্তক্ষেপে অবরোধ উঠে যায়। ঘটনার তদন্ত শুরু করেছে ইসলামপুর থানার পুলিশ। এলাকায় বিশৃঙ্খলা এড়াতে পুলিশি টহল শুরু হয়েছে।

ঘটনা প্রসঙ্গে উত্তর দিনাজপুর জেলা BJP সাধারণ সম্পাদক সুরজিৎ সেন বলেন, “রামনবমী উপলক্ষে ফ্ল্যাগ লাগানো হয়েছিল। গতকাল রাতে একটি সম্প্রদায়ের জলসা ছিল। জলসা সেরে বাড়ি ফেরার পথে ওই সম্প্রদায়ের সমর্থকরা পতাকা খুলে দেয়। আসলে রামনবমীর অনুষ্ঠান আটকানোর ষড়যন্ত্র চলছে। প্রশাসনের কাছে দোষীদের শাস্তির দাবি জানাচ্ছি।”
JanaSoftR
Share This:   Facebook   Twitter   Google+   Stumble   Digg    Whatsapp




0 comments:

Post a Comment