JanaSoftR

Wednesday, 5 April 2017

রামনবমীর মিছিল থেকে মমতাকে জবাব দিলীপের



মুখে বলেছিলেন দিলীপ। আহ্বান জানিয়েছিলে অস্ত্র হাতে মিছিল করার জন্য। সেই মুখের কথা কাজে দেখিয়ে দিলেন রাজ্য বিজেপি সভাপতি। এই প্রথম রাজ্য বিজেপির কোনও সভাপতি প্রকাশ্যে দু’হাতে অস্ত্র নিয়ে মিছিল করলেন। নিজের নির্বাচনী কেন্দ্র খড়্গপুর শহরে দিলীপের মিছিলে জন সমাগমও কম হয়নি। সঙ্ঘ পরিবারের উদ্যোগে এদিন একাধিক মিছিল বের হয় রেল শহরে। ইন্দা মোড়ে সেই মিছিলেই এক হাতে তরবারি, অন্য হাতে গদা নিয়ে দেখা গেল রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষকে।



এ দিন শুধু মিছিলে হাঁটাই নয়, মুখে ‘রাম’ রাজনীতির স্লোগানও তুললেন তিনি। বললেন, রাম ভারতের আত্মা। আর হিন্দু দেব-দেবীরা সকলেই অস্ত্রধারী। ধর্মীয় শোভাযাত্রায় অস্ত্র ব্যবহার দেখে যাঁরা রাজনীতির কথা বলছেন তাঁরা ভুল বলছেন। এ দিন মমতা বন্দ্যোপাধ্যায় বাঁকুড়ার একটি সমাবেশে বলেন, ‘সিপিএমের কোলে, বিজেপি দোলে।’ এর জবাবও দিয়েছে অস্ত্রধারী দিলীপ। তিনি বলেন, ‘রাজ্যবাসী ‘ফিসফ্রাই রাজনীতি’ দেখে জানেন কে কার কোলে দোলে।’


JanaSoftR
Share This:   Facebook   Twitter   Google+   Stumble   Digg    Whatsapp




0 comments:

Post a Comment