JanaSoftR

Saturday, 15 April 2017

চাকরিজীবীদের জন্য সুখবর দিতে চলেছে মোদী সরকার


কেন্দ্রের ছাড়পত্রের অপেক্ষায় ইপিএফও। শুধু সরকারি নয়, বেসরকারি চাকরিজীবীদের জন্য এ বার সুখবর দিতে চলেছে কেন্দ্রীয় সংস্থা ইপিএফও। যাঁদের পিএফ অ্যাকাউন্ট রয়েছে তাঁরা ২০ বছর হয়ে গেলেই জমা টাকা ছাড়াও সর্বাধিক ৫০ হাজার টাকা পাবেন। যদি কোনও পিএফ সদস্য স্থায়ী ভাবে পঙ্গু হয়ে চাকরি থেকে অবসর নেন তবে তাঁদের পিএফ অ্যাকাউন্ট ২০ বছর না হলেও নতুন এই অতিরক্ত টাকার সুবিধা দেবে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন (ইপিএফও)। ইতিমধ্যেই এই সিদ্ধান্ত নিয়েছে ইপিএফও-র বোর্ড।

ইপিএফও-র সেন্ট্রাল বোর্ড অফ ট্রাস্টিস (সিবিটি) এমন সিদ্ধান্তও জানিয়েছে যে, কোনও পিএফ সদস্যের মৃত্যু হলে কম পক্ষে ২ লাখ ৫০ হাজার টাকা দেওয়া হবে। সর্বভারতীয় সংবাদসংস্থা পিটিআই জানিয়েছে, গত বুধবার সিবিটি-র একটি বৈঠকে ঠিক হয়েছে পিএফ অ্যাকাউন্টধারীদের জন্য যে বিমা রয়েছে তাতে সর্বনিম্ম বেনিফিট আড়াই লাখ টাকা করার পাশাপাশি লাইফটাইম বেনিফিট দেওয়া হবে এককালীন সর্বোচ্চ ৫০ হাজার টাকা।

এই প্রস্তাব কার্যকর হবে কেন্দ্রীয় সরকারের ছাড়পত্র পেলেই। এখন শুধু তারই অপেক্ষা। জানা গিয়েছে, প্রাথমিক ভাবে দু’বছরের জন্য এই প্রকল্প চলবে। এর পরে রিভিউ করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। প্রস্তাবে বলা হয়েছে, ৫৮ বছর বা ৬০ বছরে অবসর নেওয়ার সময়ে সব পিএফ অ্যাকাউন্টধারীকেই এই সুবিধা দেওয়া হবে। এই মুহূর্তে দেশে এমন অ্যাকাউন্টের সংখ্যা ৪৯ লাখ ৩৯ হাজার ৯২৯। এই অ্যাকাউন্টধারীদের মধ্যে যাঁরা টানা ২০ বছর পিএফ সদস্য থাকবেন তাঁদের সকলকেই নতুন এই সুবিধা দেওয়া হবে।

প্রস্তাব অনুসারে, যাঁদের গড় বেসিক আয় ৫ হাজার টাকা তাঁরা লাইফটাইম বেনিফিট পাবেন ৩০ হাজার টাকা। এর উপরে ১০ হাজার টাকা পর্যন্ত বেসিক হলে মিলবে ৪০ হাজার টাকা। যাঁদের বেসিক ১০ হাজারের বেশি তাঁরা অবসরের সময়ে পাবেন ৫০ হাজার টাকা। এই প্রস্তাব কার্যকর করতে কেন্দ্রের খরচ হবে ১৮ হাজার ১১৯ কোটি টাকা। উল্লেখ্য, এখনও পর্যন্ত পিএফ অ্যাকাউন্টের সঙ্গে বিমায় সর্বনিম্ন কত টাকা দেওয়া হবে তা নির্দিষ্ট করা নেই। একই সঙ্গে লাইফটাইম বেনিফিট দেওয়ারও কোনও ব্যবস্থা নেই।
JanaSoftR
Share This:   Facebook   Twitter   Google+   Stumble   Digg    Whatsapp




0 comments:

Post a Comment