কন্যা সন্তানের জন্ম হয়েছে। তাই তিন তালাকের হুমকি দিচ্ছে স্বামী। এই অভিযোগ আনলেন এক গৃহবধূ। অভিযোগে তিনি জানিয়েছেন, মেয়ে হওয়ায় তাঁকে তালাক দিয়ে অন্য কাউকে বিয়ে করতে চায় স্বামী। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের সম্ভল এলাকায়।
ওই মহিলা বলেন, “চার বছর আগে বিয়ে হয়েছিল। বিয়ের আট মাস পর একবার আমি বাড়ি চলে এসেছিলাম। পণের জন্য আমাকে পেটানো হত। একাধিকবার আমাকে মেরে ফেলার চেষ্টা করা হয়েছে। মেয়ে হওয়ার পর পরিস্থিতি আরও খারাপ বয়। এখন সন্তান ও আমাকে আর গ্রহণ করতে চাইছে না স্বামী। অন্য কাউকে বিয়ে করতে চায় বলেও জানিয়ে দিয়েছে।” আরও বলেন, “আমি চাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের উদ্যোগে বিলোপ হোক তিন তালাক।”
মন কি বাত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তিন তালাককে সমাজের কুঅভ্যাস আখ্যা দিয়েছিলেন। বলেছিলেন সামাজিক সচেতনতার মাধ্যমেই তা দূর করতে হবে। এরকম একটি বিষয়কে নিয়ে সমাজে দ্বন্দ্ব তৈরি হোক তা BJP চায় না বলেও জানিয়েছিলেন তিনি।
0 comments:
Post a Comment